দেবতাখুমের রহস্য
- সোনিয়া হুসাইন
- ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
পঁয়ত্রিশ.
আশপাশের দিকে নজর ছিল না কারোরই। এই সুযোগটাই নেয় অজগর সাপ। এটি হঠাৎ করে পেঁচিয়ে ধরে কমলকে। তারপর ধাম করে ফেলে দেয় মাটিতে। পেঁচিয়ে ধরে কমলকে। একটা টুঁ শব্দ করার সুযোগও দেয়নি সাপটি। চিৎকার দেয়ার আগেই শক্ত করে এঁটে ধরে দম বন্ধ করে দিয়েছে কমলের। শ্বাস নিতে পারছে যেন কমল। কোনো রকমে একবার শুধু বলতে পারল, ‘বাঁচাও, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার!
আবিদ আর লীনা তাকিয়ে দেখে, প্রকাণ্ড এক অজগর মাটিতে পড়ে থাকা কমলকে সম্পূর্র্ণরূপে পেঁচিয়ে ধরে আছে। আবিদ এটা দেখে কিংকর্তব্যবিমূঢ়!
লীনা কিন্তু অবাক হয়নি। সে জানে এসব পুরো মন্দিরে অজগর থাকাটা অস্বাভাবিক কিছু নয়। আমাদের আগে থেকেই সতর্ক থাকা উচিত ছিল। কিন্তু এখন তো কমলকে উদ্ধার করতে হবে। না হলে ওকে তো গিলে খাবে অজগরটি।
লীনা দ্রুত গাছের একটি মরা শুকনো ডাল কুড়িয়ে নেয়। তারপর আবিদের কাছ থেকে লাইটার নিয়ে আগুন জ্বালিয়ে দেয় শুকনো ডালে। আবিদকে বলে, নে এটি অজগরের গায়ে ঠেসে ধর শক্ত করে। আমি আমার কাছে চাকু দিয়ে অজগরের পেট এফোঁড় ওফোঁড় করে দেব। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা