বাগান কী
- ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
ছোট্ট বন্ধুরা,
তোমরা নিশ্চয়ই বাগান চেনো। অনেকে হয়তো নিজেই বাগান তৈরি করেছ। বাগানে কী থাকে? ফুল আর বাহারি গাছপালা। কোনো কোনো বাগানে সাজানো ঘাসের গালিচামোড়া মাঠের মধ্যে ফোয়ারাও থাকে, যা থেকে পানি গড়িয়ে পড়ে। বাগানে জলাশয় থাকতে পারে। কখনো কি ভেবেছ কারা এ রকম সুন্দর সুন্দর উদ্যান বা বাগান তৈরি করা শুরু করেছিল, কখন? ইতিহাস থেকে জানা যায়, আজ থেকে প্রায় সাড়ে ৩ হাজার বছর আগেই মিসরের একটি প্রাচীন চিত্রে এ ধরনের উদ্যানের একটি চিত্র পাওয়া যায়। সে চিত্রে পুকুরে পদ্মফুল আর বাগানে সারি করে পামগাছ লাগানোর ছবিও আঁকা ছিল। তার মানে সে সময়ই আমাদের পৃথিবীতে উদ্যান ছিল। পারস্যে এরূপ কিছু প্রাচীন উদ্যানের নিদর্শন পাওয়া যায়। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ছিল প্রাচীনকালের এক আশ্চর্য। এরপর ধীরে ধীরে গ্রিস, রোম, স্পেনেও অনেক উদ্যান গড়ে ওঠে। বাইজান্টাইন সভ্যতায় খ্রিষ্টীয় চতুর্থ শতকে নির্মিত উদ্যানের ঐতিহ্য তারা দীর্ঘ দিন ধরে রেখেছিল। আরব সভ্যতায়ও বাগান তৈরি করা হতো এবং এর কদর ছিল। একুশ শতকে এসে উদ্যান নগরসজ্জার একটি বিশেষ বৈশিষ্ট্য। এবার ছবি দেখো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা