২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলার পোড়ামাটির ঘোড়া

বাংলার পোড়ামাটির ঘোড়া -

জেনে রাখা ভালো, বাংলার পোড়ামাটির বিভিন্ন লোকজ খেলনার মধ্যে বিভিন্ন পশুপাখি অন্যতম। শিশুরা এসব খেলনা পেয়ে যারপরনাই আনন্দিত হয়। আধুনিক ও যান্ত্রিক খেলনাসামগ্রী আসার আগে ওগুলোই ছিল এ দেশের শিশু-কিশোরদের প্রধান খেলনা। এগুলোর মধ্যে পোড়ামাটির ঘোড়া এক বিশেষ ঐতিহ্যের পরিচায়ক। সুপ্রাচীনকালেও বঙ্গদেশে ওর অস্তিত্ব ছিল বলে প্রমাণ পাওয়া যায়। এ দেশে পোড়ামাটির ঘোড়ার সবচেয়ে বেশিসংখ্যক নিদর্শন পাওয়া গেছে পাহাড়পুরে। পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে সংগৃহীত পোড়ামাটির ঘোড়ার কিছু নিদর্শন বগুড়ার মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত আছে। সেগুলোর রূপ অনেকটা রাজকীয় ঘোড়ার মতো। ময়নামতির একটি পোড়ামাটির ফলকেও জিন চাপানো ঘোড়া খোদাই করা আছে। পাহাড়পুরে এত বেশিসংখ্যক পোড়ামাটির ঘোড়া পাওয়ার পেছনে কোনো টোটেম বা ধর্মবিশ্বাস সম্পর্কিত রয়েছে বলে ধারণা করা হয়। এখনো ঠাকুরগাঁওয়ের কোনো কোনো জায়গার মানুষ কঠিন ব্যাধিতে আক্রান্ত হলে মুক্তির আশায় ‘দেবতার থানে’ (দেবতার স্থানে) মাটির তৈরি ঘোড়া দান করেন।
পোড়ামাটির খেলনা ঘোড়ার মধ্যেও রয়েছে হরেক রকম বৈচিত্র্য। দেশের সব জায়গার পোড়ামাটির ঘোড়া এক রকম নয়। তবে পটচিত্রধর্মী আদি গড়নের পোড়ামাটির ঘোড়াই হলো বাংলার আদি ঐতিহ্যবাহী খেলনা ঘোড়া। সেসব ঘোড়ার চার পা আলাদা ও পাগুলোর সাথে পোড়ামাটির সুগোল চাকতির মতো চাকা লাগানো। ঘোড়ার গলায় সুতো বেঁধে মাটির উপর রেখে টানলে তা চলে বলে শিশুরা এসব ঘোড়া নিয়ে খেলতে খুব মজা পায়। পরবর্তীকালে যেসব পোড়ামাটির খেলনা ঘোড়া তৈরি করা হয়েছে সেগুলো অনেকটা রিয়েল ফিগার বা প্রকৃত অবয়বভিত্তিক, ডাইস বা ছাঁচে গড়া- এসব ঘোড়ার পা আলাদা নয়। এগুলোর রঙেও রয়েছে বেশ সাজানোর ঢং, লাল নীল হলুদ সাদা ইত্যাদি রঙের বাহার। সত্যিকার ঘোড়ার রঙ নেই কোনোটিতেও। তবে এ দু’শ্রেণীর ঘোড়ার মধ্যেই আকারগত একটা সামঞ্জস্য আছে, উভয়ই ছোট আকারের। ইদানীং বড় থেকে বিশাল আকারের কিছু ঘোড়া তৈরি করা হচ্ছে যেগুলোয় পোড়ামাটির প্রকৃত রঙকেই রেখে দেয়া হয়। এগুলো ঘর সাজানোয় বেশি ব্যবহৃত হয়, শহরের লোকেরা ড্রয়িংরুম বা বৈঠকখানার শোভা বাড়ানোর জন্য কেনেন। এসব ঘোড়ার শিল্প ও নান্দনিক রূপ অনেক উন্নত। ঢাকার ধামরাই, সাভার ও মানিকগঞ্জের মৃৎশিল্পীরা সাধারণত এসব ঘোড়া বেশি তৈরি করেন।


আরো সংবাদ



premium cement
রাশিয়ার সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে যা জানা গেছে বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু জ্বালানি খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা : উপদেষ্টা বৈষম্যহীন রাষ্ট্র পেতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে : সাকি নাটোরে বাসে তল্লাশি, সাড়ে ৯ লাখ জাল নোটসহ গ্রেফতার ৫ জনগণ সংস্কার কম বুঝে, আগে জিনিসপত্রের দাম কমান : গয়েশ্বর রায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬ চুয়াডাঙ্গায় ৪০ লাখ টাকা মূল্যের স্বর্ণের গহনা জব্দ চৌদ্দগ্রাম প্রেসক্লাবের নতুন সভাপতি ফরায়েজী ও সেক্রেটারি বেলাল ফ্যাসিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যবদ্ধ হয়ে কাজ থাকতে হবে : রফিকুল ইসলাম খান ১৮ বছর পর রামগড়ে জামায়েতের কর্মী ও সুধী সমাবেশ

সকল