সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
বৃদ্ধ আমাকে বাহবা দিয়ে বললেন, তোমার সাহস আছে, বেটা। যাই হোক, আল্লাহর দয়ায় প্রাণে বেঁচে গেছো। এমন দুঃসাহসী কাজ করতে যেও না। বলি বেটা, নিজের প্রাণটাই সবার বড়।
আমি তখন দারুণ ক্ষুধার্ত। বৃদ্ধকে বললাম, দুদিন থেকে পেটে দানাপানি কিছুই পড়েনি। কিছু খেতে দিতে পারেন আমাকে?
বৃদ্ধ বললেন, ওহ্ হো, তাই তো। আমি একেবারে খেয়ালই করিনি, বাবা। চলো, আমাদের তাঁবুতে চলো। কাছেই। আজ আমার মেহমান তুমি।
ওদের তাঁবুতে এসে পেট ভরে খানাপিনা করলাম। এতক্ষণে দেহে বল ফিরে এলো। সারাটা দিন ওদের তাঁবুতে শুয়ে ঘুমালাম। সন্ধ্যায় খেয়ে দেয়ে আবার শুয়ে পড়ি তাঁবুতে।
সকালবেলা যখন ঘুম থেকে উঠি, দেহ মন বেশ ঝরঝরে হয়ে গেছে। ওরা আমাকে সমুদ্রের ধারে নিয়ে এলো। সেখান থেকে জাহাজে উঠে চলে এলাম কর্পূর দ্বীপে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা