সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ১৮ নভেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
আমার তো তিনকাল চলে গেছে, আছে বাকি এককাল। তাছাড়া বংশে বাতি দেবারও কেউ নেই। এই পয়সাই কে খাবে। ওসব তোমার নিজের কাছেই রাখো। তোমার তো দিন পড়ে আছে সামনে।
আমি বললাম, আমাকে একটা থলেটলে দিতে পারেন শেখ সাহেব?
তখনো আমার উদোম গা। পরনের পাতলুনের দো-নলায় ভরা হীরের টুকরো। বৃদ্ধ বললেন, আলবৎ পারি। এই নাও থলে। কটা নেবে তুমি?
সব হীরে একটা বড় থলেতে বোঝাই করে আবার আমি কামিজ পাতলুন পরে নিলাম।
জহুরী জিজ্ঞেস করলেন, ওই দুর্গম হীরক পাহাড়ে কী করে তুমি গিয়েছিলে বেটা? ওখানে আজ অবধি কোনো মানুষ গিয়ে ফিরে আসতে পারেনি। অজগর সাপের খোরাক হয়ে গেছে সবাই।
আমি আমার সমুদ্রযাত্রা থেকে শুরু করে আগাগোড়া সব কাহিনী তাকে খুলে বলি।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা