সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ১৭ নভেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
নেহাতই একজন সাদাসিধে সৎ সওদাগর। ভাগ্যের ফেরে আজ আমার এখানে আসা। এমন উদোম দশা!
এ কথা বলেই আমার কামিজের জেব থেকে কয়েকখানা হীরা বের করে তার হাতে দিলাম। এরপর বলি, হবে তো? নাকি আরো দেবো?
হাতে বড় আকারের কয়েকটি হীবার টুকরা দেখে বৃদ্ধের চোখ ছানাবড়া। হায় আল্লাহ, এত বড় বড় হীরা এ জিন্দেগিতেও দেখিনি। আমাদের মাংসের পিণ্ডে তো ছোট ছোট হীরার কুচি আটকে আসে। এই হীরে তুমি কোথায় পেলে, বেটা?
- কোথায় পেলাম, পরে বলছি। আগে বলুন, আপনি খুশি হয়েছেন কিনা। নাকি, আরও কয়েকটা দেবো?
জহুরী বললেন, না, আমরাও সৎ ব্যবসায়ী। তোমার কাছ থেকে এত কেন নেবো? তুমি যা দিয়েছো, এর একখানা হীরার দামেই তো আমার সাতপুরুষ বসে বসে খেতে পারবে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা