২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

স্টিকার

স্টিকার -

ছোট্ট বন্ধুরা,

তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, স্টিকার কী? তোমরা নিশ্চয়ই ঝটপট বলবে, আঠালো টিকিটের মতো কাগজ বা পাতলা অনুরূপ বস্তুকে বলে স্টিকার। এ স্টিকার কোনো কিছুর সাথে সেঁটে লাগানো যায়।
স্টিকার কী কাজে ব্যবহার করা হয়? এটি সাধারণত প্রচার বা বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হয়। এতে প্রয়োজনীয় লেখা ও ছবি থাকে। স্টিকারের একটি বাড়তি অংশ হাতে টেনে উঠিয়ে অপর অংশ গাড়ি, দেয়াল, ল্যাম্পপোস্টসহ বিভিন্ন স্থানে লাগিয়ে দেয়া হয়।
এবার ছবি দেখো এবং মজা করো।


আরো সংবাদ



premium cement