সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ১৬ নভেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
সেই সঙ্গে আমাকেও। ঝুলতে ঝুলতে আমিও রকপাখির সাথে উড়ে চললাম। কিছুক্ষণের মধ্যেই পাখিটা তার আস্তানায় এসে নামল। আমি পাগড়ির বাঁধন খুলে পাখিটার থেকে একটু দূরে সরে পড়ি।
অল্প কিছুক্ষণের মধ্যেই এক বৃদ্ধ জহুরী এগিয়ে এলো সেখানে। আমাকে দেখে সে তো অবাক। মানুষের মুখ দেখে আমার যে আনন্দ আর ধরে না। আমি খুশিতে লাফাতে লাফাতে তার দিকে এগিয়ে যাই। কিন্তু সে খুশি হতে পারল না আমাকে দেখে। রুক্ষ স্বরে কৈফিয়ৎ চাইল, কে তুমি? এখানে কী করতে এসেছ, চোর কোথাকার! আমার হীরে চুরি করার মতলব? কিন্তু জেনে রাখো, সেটি হবে না। এ আমাদের বংশজাত অধিকার। আমাদের রুটিতে হাত দিতে এলে বরদাশত করব না।
আমি হাসতে হাসতেই বলি, আপনি এত ক্রুদ্ধ হয়ে উঠলেন কেন শেখ সাহেব। আমি আপনার বাড়া ভাতে ছাই দিতে আসিনি। আপনার ধারণা বিলকুল ভুল। আমি চোরও না, ডাকাতও না। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা