১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মাহমুদ আল-কাশগড়ি

মাহমুদ আল-কাশগড়ি -

তোমরা নিশ্চয় ‘মাহমুদ আল-কাশগড়ি’র নাম জানো । তার পুরো নাম কী? মাহমুদ ইবনে হুসাইন ইবনে মুহাম্মদ আল-কাশগড়ি। তিনি ছিলেন ১১ শতকের বৃহত্তর তুর্কি (Turkic) পন্ডিত ও অভিধানকার। ১০০৫ সালে তিনি কাশগড়ে জন্মগ্রহণ করেন। এ সময় কাশগড় ছিল কারা খানীয় খানেইটের (রাজ্যের) অংশ। এ রাজ্য ছিল বৃহত্তর তুর্কি জাতির বিভিন্ন অংশের একটি মিত্রসঙ্ঘ (কনফেডারেশন) এবং এটি টিকে ছিল ৮৪০ থেকে ১২১২ সাল পর্যন্ত। বর্তমানে কাশগড় চীনের জিনজিয়াংয়ের (পূর্ব তুর্কিস্তান) অংশ।
মাহমুদ আল-কাশগড়ি বৃহত্তর তুর্কিদের (Turkic) ভাষা, ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ইত্যাদি বিষয়ে গবেষণা করেন। তিনি তুর্কি ভাষার উপভাষাগুলো অধ্যয়ন করেন এবং ১০৭২ সালে রচনা করেন বৃহত্তর তুর্কি ভাষাগুলোর অভিধান, যার নাম দিওয়ান ই-লুগাত আল তুর্ক। এটি প্রণয়ন করা হয় তুর্কিদের নতুন মিত্র বাগদাদের আরব খলিফাদের উদ্দেশে। মাহমুদ আল-কাশগড়ির সর্বাত্মক অভিধানে নমুনা হিসেবে প্রাচীন তুর্কি কবিতা স্থান পায়, যা চার লাইনবিশিষ্ট। তার বইয়ে বৃহত্তর তুর্কি জনগোষ্ঠী অধ্যুষিত এলাকার মানচিত্রও স্থান পায়।
মাহমুদ আল-কাশগড়ির বাবা বার্সগানের মেয়র ছিলেন এবং কারা খানীয় শাসক বংশের সাথে ছিলেন সম্পর্কযুক্ত। বার্সগানের বর্তমান নাম বার্সকুন এবং বর্তমানে এটি কিরগিজস্তানের অংশ। এই পণ্ডিতের মা বিবি রাবিয়া আল বাসরি ছিলেন আরব বংশো™ভূত।
আল-কাশগড়ির মৃত্যু হয় ১১০২ সালে উপালে, যার অবস্থান কাশগড়ের দক্ষিণ-পশ্চিমে।


আরো সংবাদ



premium cement
গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর বাতাসে কদবেলের ঘ্রাণ! জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলনে অভিজ্ঞতা বর্ণনা করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা

সকল