দেবতাখুমের রহস্য
- সোনিয়া হুসাইন
- ১৩ নভেম্বর ২০২৪, ০০:০০
ত্রিশ.
এই অভিশাপ কেবল মৃত্যুই দেয় না, জীবিতদেরও শেষ করে দেয়। এখানকার পাহাড়গুলো আর নিরাপদ নেই।
লীনা বলে, বৃদ্ধা আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছে, তোমরা ওখানে যেও না। ওখানে গেলে অশুভ আত্মা আর ফিরে আসতে দেবে না তোমাদের।
লীনার কথা শুনে আবিদের সাংবাদিক মন এই অভিশাপের পেছনের সত্য উদঘাটনের জন্য আরো উদগ্রীব হয়ে ওঠে। ততক্ষণে তারা উপত্যকার কাছে চলে এসেছে। উপত্যকায় বেশ কয়েকটি বাঁশের ভেলা দেখতে পায় ওরা। তিন বন্ধু একটি ভেলায় চড়ে বসে। লীনা বাইতে শুরু করে ভেলা। পাহাড়ি মেয়ে সে। ভেলা বাইতে ভালোই জানা আছে তার। প্রায় পনেরো মিনিট লাগলো উপত্যকার ওপাড়ে যেতে। ওপাড়ে পাহাড়। উপরে ওঠার জন্য আছে সিঁড়ির মতো খাঁজ কাটা পথ। সোজা ওপরের দিকে চলে গেছে পথটি। ভেলা থেকে ওরা সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড়ের উপরে উঠতে লাগল।
এক সময় পাহাড়ের চূড়ায় উঠে এলো ওরা। হাঁপিয়ে উঠেছে তিনজনই। এত খাড়াই উতরিয়ে উপরে ওঠে আসা চাট্টিখানি কথা নয়। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা