১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

পঙ্গপাল কৃষি-ফসলের সবচেয়ে বড় শত্রু

পঙ্গপাল কৃষি-ফসলের সবচেয়ে বড় শত্রু -

ছোট্ট বন্ধুরা
পঙ্গপাল একজাতীয় ফড়িং। এরা তিন ইঞ্চির চেয়ে বড় আকারের হয় না। শরীরের পেছনের অংশ দিয়ে মাটিতে গর্ত করে এরা ডিম পাড়ে।
পঙ্গপাল কৃষি-ফসলের বড় শত্রু।
অনেক রকমের কীট শস্যের ক্ষতি করে। আর পঙ্গপাল? কোটি কোটি পঙ্গপাল একসাথে উড়ে এসে যেখানে পড়ে সেখানকার পাছপালার পাতা এক দিনেই খেয়ে শেষ করে ফেলে। শত শত টন খাদ্যশস্য উজাড় করতে এদের বেশি সময় লাগে না। তাই পঙ্গপালকে বলা হয় কৃষি-ফসলের সবচেয়ে বড় শত্রু।
পঙ্গপালের ডানার ক্ষমতা অসাধারণ। আফ্রিকা থেকে ভারতে আসতে কিংবা রাশিয়া থেকে মিসরে পৌঁছতে এদের কোনো অসুবিধা হয় না। এরা যখন ঝাঁকে ঝাঁকে আকাশপথে উড়ে যায় তখন সূর্যের আলো ঢাকা পড়ে।


আরো সংবাদ



premium cement