সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
গুহার ভেতরে একটি কোণ বেছে নিয়ে শুতে যাবো, এমন সময় দেখি পাথরের সেই চাঁইটা নড়েচড়ে উঠল। সর্বনাশ! দিনের বেলায় যাকে একখণ্ড কালো পাথরের চাঁই ভেবেছিলাম আসলে সেটা একটা অজগর। কুণ্ডলি পাকিয়ে ডিমে তা দিচ্ছিল! আমি তাকে গড়িয়ে গড়িয়ে এনে গুহার মুখটা ঢেকে রেখেছি! আমার অবস্থা তখন যে কী, বুঝাতে পারব তোমাদের। সারা শরীর ভয়ে অবশ হয়ে গেল। মাথা আর কাজ করছিল না। এরপর কী ঘটল, কিছুই মনে নেই আমার।
সকালবেলায় জ্ঞান ফিরে পেলাম। অতি সন্তর্পণে চোখ মেলে দেখি গুহার মুখে রেখে দেয়া পাথররূপী সেই সাপটি নেই। হয়তো আবার ডিমে তা দিতে চলে গেছে সেখানে, যেখান থেকে এনেছিলাম তাকে। আমি নিজেকে গড়িয়ে গড়িয়ে কোনো রকমে দেহটাকে টেনে আনলাম গুহার ভেতর থেকে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা