সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
দেখলাম সাপগুলো ধীরে ধীরে একেকটা গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। এরই বা কী কারণ বুঝতে পারছি না। পরে বুঝতে পারি সাপগুলো রকপাখির ভয়ে দিনের বেলায় বাইরে বেরোয় না। রাতের বেলা, যখন রকপাখির উপদ্রব থাকে না, তখন ওরা গর্ত থেকে বেরিয়ে আসে খাবারের সন্ধানে। এখন রাত পোহায়ে ভোর হয়েছে। দিনের আলো ফুটতে শুরু করেছে। তাই, ওরা গর্তে গিয়ে আশ্রয় নিচ্ছে।
কিন্তু আমি এখন কী করি? আমাকে তো বেঁচে থাকতে হবে। প্রতি পদক্ষেপের আগে খুব ভালো করে জায়গাটা দেখে নিয়ে পা ফেলি। কি জানি, হয়তো সাপের গর্তেই পা পড়ে যায় কিনা। মনে মনে নিজের নসিবের কথা ভাবি। সুখে থাকতে ভূতে কিলিয়ে ছিল আমায়। তা না হলে অমন বেহেশতের মতো বাগদাদ ছেড়ে এই দোজখের দক্ষিণ দুয়ারে আসব কেন আমি? (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা