সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৩ নভেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
স্থানটা পর্বতময় হলেও মোটামুটি সমতল। নামতে নামতে, কি আশ্চর্য, যেদিকেই তাকাই শুধু মহামূল্যবান হীরের টুকরা এখানে সেখানে পড়ে আছে। একেকটা হীরের টুকরা এতটাই বড় যে সাত রাজার ধনের সমতুল্য। চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমার। দূর থেকে যেগুলোকে ঝিকমিক করা পাথরের টুকরো বলে ভ্রম হচ্ছিল আসলে সেগুলো সবই হীরের একেকটি খণ্ড। কোথাও কোথাও এই হীরের স্তূপ প্রায় মানুষ সমান উঁচু হয়ে আছে।
আমি অবাক হয়ে সেই হীরের টুকরোগুলো দেখছি। এমন সময় নজরে পড়ে কিছুটা দূরে বিশাল বিশাল একেকটি সাপ কিলবিল করছে। সাপগুলো একেকটা এতই বড় যে আস্ত এক হাতিকেও অনায়াসে গিলে ফেলতে পারে। ভয়ে আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা