সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
জনমানব না থাক, ফলফলালি ও ঝরনার জল ছিল। সেখানে না খেয়ে অন্তত মরতে হতো না। কিন্তু এখন কোথায় এলাম? এটা যে সর্পসঙ্কুল এক নির্জলা নিষ্ফলা বন্ধুর পর্বতমালা! বিষধর সাপের আবাস। একবার তাদের সামনে পড়লে আর রক্ষা নেই। ওই সব সাপের নিঃশ্বাসের টেনেই নাকি মানুষ চলে যায় সাপের পেটে। যত বড় বীরপুরুষই হোক, পালাতে পারে না। মৃত্যু অনিবার্য ভেবেই সেই পর্বত শীর্ষে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে ভাবছি। ক্ষিদে পেলে কী খাবো? তৃষ্ণার জল পাবো কই? উফ্ ভাবতেও মাথা ঘুরে যায়। একমাত্র আল্লাহ ছাড়া কেউ নেই আমাকে বাঁচিয়ে রাখে। আমি যেন এক কড়াই থেকে চুল্লির ভেতরে এসে পড়েছি।
ধীরে ধীরে অতি কষ্টে চড়াই উৎরাই পেরিয়ে পাহাড়ের চূড়া থেকে নিচে নামতে থাকি। চূড়া থেকেই দেখতে পাচ্ছি, একটু নামলেই উপত্যকার মতো কিছু একটা দেখা যায়। চকচকে, ঝকঝকে চোখ ঠিকরে যায় দৃশ্যটি দেখে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা