দেবতাখুমের রহস্য
- সোনিয়া হুসাইন
- ৩০ অক্টোবর ২০২৪, ০০:০০
তেইশ.
গত রাতে কেন সে তার ইমেইল ওপেন করতে পারেনি। ইমেইলের পাশাপাশি তার ল্যাপটপের সমস্ত ডাটা-ই তা হলে হ্যাক হয়ে গেছে! বান্দরবানে আসার সমস্ত তথ্য চুরি হয়ে গেছে তাদের?
আবিদ বলে, এবার কী করণীয়?
করণীয় একটাই। কমল বলে, এই মুহূর্তে ইমেইল উদ্ধার করার কাজে লেগে যেতে হবে। আমাকে ঘণ্টা দুই সময় দে তোরা।
কিন্তু আমাদের হাতে যে সময় নেই। দেরি হয়ে যাচ্ছে, লীনা বলে।
আবিদ বলে, রাতে গেস্ট হাউজ থেকে বের হওয়ার অনুমতি নেই। এদিকে ওই লোক দু’জনের বিষয়ে থানায় ইনফরম করা হয়েছে। পুলিশ হয়তো এতক্ষণ তাদের সন্ধানে বের হয়ে গেছে।
তাহলে আমরা বের হবো কিভাবে? লীনার প্রশ্ন।
আমাদের ঠেকাবে কে? ম্যানেজারের চোখ ফাঁকি দেয়াটা ওয়ান-টুর ব্যাপার। এ আর তেমন কী।
পালিয়ে যাবো বনবাস থেকে?
চোখকে ফাঁকি দেয়ার নাম পালিয়ে যাওয়া নয়। রাতের বেলায় ম্যানেজার নিজেই নেশায় বুদ হয়ে থাকে।
আবিদ তার ল্যাপটপ নিয়ে গুগল ম্যাপে মন্দিরের যাবার পথ ট্রাক করতে চেষ্টা করছে। লীনাও আবিদকে পথের নির্র্দেশনা ও বর্ণনা বলে দিচ্ছে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা