২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

দেবতাখুমের রহস্য

-

বাইশ.

কমল ও লীনাকে জানায়, ওই লোক দু’জন গত রাতে হোটেল রুম রিজার্ভ করেছে। তারা বেলফাস্ট থেকে এসেছে। আরো জানায়, আমাদের রাতে বাইরে বের হওয়া নিষেধ। এটাই এই গেস্ট হাউজের নিয়ম।
লীনা বলে, নিশ্চয়ই ওই ভাঙা মন্দিরের কোথাও কোনো গুপ্তধন লুকিয়ে আছে। সেই গন্ধটা সুদূর বেলফাস্টের ব্রিটিশ বাঙালিরাও পেয়েছে। আমাদের দেশের গুপ্তধন শেষমেষ ওরা নিয়ে যাবে?
কমল বলে, আরেকটি বিষয় ভাবিয়ে তুলছে আমাকে। বেলফাস্টের ব্রিটিশ বাঙালিরা জানল কিভাবে যে আমরাও যাচ্ছি ওই ভাঙা মন্দিরে, অভিযানে?
আবিদ বলে, গত রাতের কথা মনে আছে কমল? তুই নাকি বড় হ্যাকার হয়ে গেছিস? এদিকে তোর ল্যাপটপে রাখা সব তথ্য যে হ্যাক হয়ে গেছে, সেটিও তোর জানা নেই?
মানে? কমল জিজ্ঞাসু দৃষ্টি তাকায় আবিদের দিকে।
আবিদ বলে, তোদের বাসায় পুরোটা রাত আমরা অনলাইনে ছিলাম। ওই সময় ল্যাপটপটা হ্যাক হয়ে থাকতে পারে। হ্যাক করেছে ওই ভদ্রলোক দু’জন। সেখান থেকেই জানতে পেরেছে আমাদের পরিকল্পনার বিষয়টি।
কমলের মাথা এবার পরিষ্কার হয়। (চলবে)


আরো সংবাদ



premium cement