সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ২৩ অক্টোবর ২০২৪, ০০:০৫
(গত দিনের পর)
আর দিগন্তজুড়ে পাখা মেলে ওই রকপাখিটাই এদিকে আসছে।
একটু দূরে সরে গিয়ে অপেক্ষা করতে থাকি। পাখিটা নেমে এসে তার বিশাল বিস্তৃত ডানা দুখানা মেলে সেই গম্বুজটার (ডিম) উপরে এসে বসল।
মাথায় একটা মতলব আঁটলাম। মাটিতে হামাগুড়ি দিয়ে পাখিটির ডানার নিচ দিয়ে অতি সন্তর্পণে ডিমটার কাছে চলে এলাম। পাখিটা তখন তার দুই ডানা দিয়ে ডিমটাকে আচ্ছাদিত করে তা দিচ্ছিল। ডিমের দু’পাশে তার দু’খানা পা ঝুলে আছে। মাথার পাগড়িটা খুলে আলগোছে পাখির একটা পায়ে ফাঁস পরিয়ে দিলাম। যাতে করে পাখিটা যখন আবার আকাশে উড়বে, ফাঁসটা তার পায়ে আটকে যায়।
আমি তখন পাগড়িটার অপরপ্রান্ত আঁকড়ে ধরে ঝুলতে ঝুলতে পাখির সাথে আকাশ পথে ওড়ে যাবো। কোথায় যাবো জানি না। শুধু জানি, পাখি তো আর গহিন সাগরে ডুব দেবে না। কোনো ভূমিতে গিয়েই নামবে। তখন যে করেই হোক পালাব আমি। শুনেছি, এই রক পাখিরা নাকি আস্ত এক হাতিকেও ঠোকর দিয়ে তুলে নিয়ে উড়ে যেতে পারে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা