২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা

-

(গত দিনের পর)

একশ পঞ্চাশটি পদক্ষেপ হলো গম্বুজটা একবার প্রদক্ষিণ করতে।
গম্বুজের ভিতরে ঢোকার বা উপরে ওঠার ফিকির খুঁজতে খুঁজতে কখন যে সূর্য পাটে বসেছে বুঝতে পারিনি। ধীরে ধীরে যখন অন্ধকার ঘনিয়ে এলো, তখনই আমার চৈতন্য হলো। তাই তো, এখন কী করি? কোথায় গিয়ে আশ্রয় নিই।
প্রথমে মনে হলো, দিগন্তের ওপারে একখ- কালো মেঘ। ধীরে ধীরে যেন সমস্ত আকাশটাকে ছেয়ে এদিকে আসছে। কিন্তু তাই বা হবে কী করে? এই দারুণ গ্রীষ্মে এমন বর্ষার মেঘ আসবে কোথা থেকে? পরে বুঝতে পারি- ওটা মেঘ নয়! একটি বিশাল পাখি ডানা মেলে মহাশূন্য থেকে নিচের দিকে নেমে আসছে।
অনেক গল্প ও কল্পকাহিনীতে পড়েছি, এক ধরনের পাখি আছে, নাম রকপাখি। দেখতে মাঝারি এক পাহাড়ের মতো। এবার আমি আন্দাজ করতে পারি, যাকে আমি এতক্ষণ গম্বুজ মনে করে তার চূড়ায় ওঠার চেষ্টা করছিলাম, আসলে সেটি ওই রকপাখিরই ডিম। (চলবে)


আরো সংবাদ



premium cement