২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩০, ১৮ রবিউস সানি ১৪৪৬
`
জানা অজানা

অন্তঃপূরিত প্রাণী -২

-

ছোট্ট বন্ধুরা,

অন্তঃপূরিত প্রাণী খুব আকর্ষণীয়, তাই না? এগুলো কোথায় রাখা হয়? সাধারণত প্রাণী জাদুঘরে। কেন? প্রদর্শনের জন্য।
সাধারণত বিরল প্রজাতির মৃত প্রাণীকে অন্তঃপূরিত করে স্বাভাবিক আকার প্রদান করা হয়। আবার অন্তঃপূরিত খেলনাও কিন্তু আছে।
এ খেলনার বাইরের দিকটা কাপড়, তুলা, পশম, প্লাস্টিক ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করা হয়।
আর ভেতরে ভরে দেয়া হয় খড়কুটো, পাতলা দ্রব্য ইত্যাদি। ভালুক, বিড়াল, হরিণ প্রভৃতি প্রাণীর অন্তঃপূরিত খেলনা বাজারে পাওয়া যায়। তোমাদের কারো হয়তো এসব আছে। এবার ছবি দেখো।


আরো সংবাদ



premium cement