২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩০, ১৮ রবিউস সানি ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

দেবতাখুমের রহস্য

দেবতাখুমের রহস্য -

সতেরো.
অন্যদিকে কমল বসে যায় তার ল্যাপটপ নিয়ে। সে গুগল করে পুরো পার্বত্য অঞ্চলের মানচিত্রটি মুখস্থ করে ফেলে। হ্যাঁ, লীনার বলে যাওয়া মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে সীমান্তবর্তী দেবতাখুমের গহিন জঙ্গলে।
কমল আরো জানতে পারে, কয়েকজন ভ্রমণকারী বিকেলের দিকে ওই সীমান্ত অঞ্চলে গিয়ে ভয়াবহ কিছু আওয়াজ শুনতে পেয়েছে। এক পর্যটক সোশ্যাল প্লাটফর্ম এক্স-এ লিখেন, ‘আমারা যখন পাহাড়ের পথে হাঁটছি, তখন সন্ধ্যা নামে। হঠাৎ করেই চারপাশের পরিবেশ বদলে গেল। পাহাড়ের ওপাশে একটি মন্দিরের ধ্বংসাবশেষ দেখলাম এবং তারপর আমার মনে হচ্ছিল ছায়া মানবের মতো আবছায়া অন্ধকারে অদ্ভুত কোনো কিছু আমাদের আশপাশে পদচারণা করছে। আমরা সংখ্যায় অনেকজন ছিলাম। সেজন্য বোধ হয় ছায়া মানবরা কেউ এদিকে আসেনি।’
‘কিন্তু হঠাৎ আমাদের কাছে মনে হলো, কোনো এক পাহাড়ি যুবক আমাদের দিক ছুটে আসছে। কাছাকাছি আসতেই আমরা তাকে ঘিরে ধরলাম। কিন্তু না, চোখের পলকে সে বনের ভেতরে অদৃশ্য হয়ে গেল। তাকে আর খুঁজে পাওয়া গেল না। আমরা আরো ভয় পেয়ে গেলাম। আর সামনে এগুলাম না। ফিরে এলাম আমাদের রিসোর্টে।’ কমল এক্স-এ পাওয়া এসব পোস্ট বিশ্লেষণ করে দেখে।
(চলবে)


আরো সংবাদ



premium cement