২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাহনার মানুষ

বাহনার মানুষ -

বলছি বাহনারদের কথা। এরা ভিয়েতনামের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। এ জাতি বাস করে প্রধানত গিয়া লাই ও কন তুম প্রদেশের মধ্য উচ্চভূমিতে এবং উপকূলীয় প্রদেশ বিনহ দিনহ ও ফু ইয়েনে।
বাহনাররা কথা বলে বাহনার ভাষায়। এটি মন-খেমের ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। ভিয়েতনামি এদের দ্বিতীয় ভাষা।
বাহনার জাতি সর্বপ্রাণবাদে বিশ্বাস করে। অনেকে খ্রিষ্ট ধর্ম পালন করে।
হস্তশিল্পে বাহনাররা দক্ষ। কাঠখোদাই কাজে এরা পটু। বাঁশের বিভিন্ন দরকারি জিনিস তৈরি করতেও এরা দক্ষতার পরিচয় দেয়। এদের বাঁশের ঝুড়ি খুবই সুন্দর।
বাহনারদের যৌথ বা এজমালি ঘর সুন্দর। এটি তৈরি করা হয় বাঁশ, কাঠ ও খড় দিয়ে। একে বলা হয় রঙঘর।
বাহনাররা ধান ও শস্য চাষ করে। এরা ভুট্টাও ফলায়।
নাচগানে এদের বেশ ঝোঁক রয়েছে। এরা বিভিন্ন ধরনের ঢোল ও বাঁশি ব্যবহার করে। গং এদের সমাজে জনপ্রিয় বাদ্যযন্ত্র।
বাহনার সাহিত্য বেশ সমৃদ্ধ। এদের মহাকাব্য আছে। দামন বেশি পরিচিত। এতে শত শত বছরের বাহনার জীবন প্রতিফলিত হয়েছে।
বাহনাররা বিভিন্ন ধরনের উৎসব পালন করে। এগুলোর মধ্যে কো নপো উল্লেখযোগ্য। এ উৎসবে এরা ইয়াংয়ের (ভগবান) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই দিন এরা মহিষ বলি দেয়। এটিই উৎসবের প্রধান কাজ।
বাহনাররা বুটিদার রেশমি পোশাক পছন্দ করে। এতে এরা জ্যামিতিক নকশা ও পর্বতের ছবি ইত্যাদি ব্যবহার করে। বাহনার পুরুষরা গলাফাড়া এক ধরনের জাম্পার পরে। এতে কোনো হাতা থাকে না। এই জামায় সাদা ও লাল রঙ ব্যবহার করতে দেখা যায়।
নারীরা পরে খাটো জাম্পার। এ জামাগুলোর লম্বা হাতা থাকে। কেউ কেউ ব্যবহার করে হাতা ছাড়া। অনেকে পোশাকের সাথে গোলাকার বা চতুষ্কোনাকার টুপি পরে।
বর্তমানে অনেক নারী-পুরুষ পশ্চিমা পোশাক ব্যবহার করে।
এক মাস বয়সে শিশুর কান ফোঁড়ানো বাহনারদের পুরনো রীতি। এর মাধ্যমে শিশুকে গ্রামের সদস্য করা হয়।
বাহনার জনসংখ্যা প্রায় ৩ লাখ ।


আরো সংবাদ



premium cement
বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ১০৭৯ পার্থ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত ব্যবসায়ী জালাল উদ্দীন হত্যা : শেখ হাসিনাসহ ১২৯ জনের নামে মামলা ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলবে ঢাকা-নড়াইল-খুলনা রুটে নারায়ণগঞ্জে ১৬ কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার গলাচিপায় জালে ধরা পড়ল ২০০ বছরের জলপাইরঙ্গা কাছিম আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন পান্ত

সকল