২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
আ র ব্য র জ নী থে কে

সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা

সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা -

(গত দিনের পর)
হায় খোদা, একি কঠিন পরীক্ষায় ফেললে তুমি আমাকে? এই কি নিয়তি আমার? প্রথম যাত্রায় তোমার দয়ায় কোনো রকমে প্রাণ রক্ষা করতে পেরেছিলাম। কিন্তু এবার? এবার কিভাবে এই মাঝ দরিয়া থেকে উদ্ধার পাবো? কিভাবে ফিরে যাবো আমার প্রাণপ্রিয় নগরী বাগদাদে? বারবার একি বিপদে পড়ি আমি, হে আল্লাহ, তুমি দয়াময়।
দু’হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করি। এ কি দুর্ভাগ্য নেমে এলো কপালে আমার। এমন শাস্তি কেন আমায় দিলে? কী পাপ আমি করেছি? হে খোদা, কেনোইবা আমার সমুদ্রযাত্রার দুর্মতি হলো। কেনইবা আমি নিজ বাড়ির শান-শওকত ফেলে এমন সুমদ্রযাত্রায় এলাম। বেশ তো সুখে আর আনন্দে দিন কাটছিল আমার। খাওয়া-পরা, ধন-দৌলত কোনো কিছুরই তো অভাব ছিল না। তবে কেন সেধে এই বিপদ ঘাড়ে নিতে এলাম। প্রথমবারের সমুদ্রযাত্রায় যা পেয়েছিলাম, আমার সাতপুরুষ দিব্যি আরামে বসে বসে খেতে পারত। (চলবে)


আরো সংবাদ



premium cement