ইয়াকুত মানুষ
- সেলিম বুলবুল চৌধুরী
- ১২ অক্টোবর ২০২৪, ০০:০০
রাশিয়া একটি বহুজাতিক দেশ। দেশটির জাতিগুলোর মধ্যে রুশ জাতি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক- সব দিক দিয়েই প্রাধান্য বিস্তার করে আছে। অন্যান্য জাতি ক্ষুদ্র, সংখ্যালঘু। এ রকমই এক ক্ষুদ্র জাতি ইয়াকুত। এরা বৃহত্তর তুর্কি জাতির (টার্কিক) অংশ।
ইয়াকুত জাতির ভিন্ন নাম সাখা। সাখা রিপাবলিক এদের আবাসভূমি। এ রিপাবলিক ইয়াকুতিয়া নামেও পরিচিত।
মোট ইয়াকুত জনসংখ্যা প্রায় ৫ লাখ । এদের বেশির ভাগ বাস করে রাশিয়ার সাখা রিপাবলিক বা ইয়াকুতিয়ায়। প্রায় চার হাজার ৫০০ ইয়াকুত বাস করে কাজাখস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জার্মানি ও কানাডায়।
ইয়াকুতরা কথা বলে ইয়াকুত (সাখা) ভাষায়। এটি বৃহত্তর তুর্কি (টার্কিক) ভাষা পরিবারের উত্তর শাখার অন্তর্ভুক্ত। ইয়াকুতরা রুশ ভাষাও ব্যবহার করে।
ইয়াকুতরা রুশ অর্থোডক্স ধর্ম পালন করে। কিছু শামানিবাদের অনুসারীও আছে।
ভৌগোলিক ও অর্থনৈতিক দিক দিয়ে ইয়াকুতরা দুই ভাগে বিভক্ত। উত্তরের ইয়াকুতরা ঐতিহাসিকভাবে আধা যাযাবর শিকারি, মৎস্যজীবী ও হরিণজাতীয় প্রাণীর পালক। অপর দিকে দক্ষিণের ইয়াকুতরা ঘোড়া ও গবাদিপশু পালন করে।
ঢিলেঢালা শীত নিবারক পোশাক ও টুপি এদের ঐতিহ্য। বর্তমানে এরা রুশ প্রভাবিত পশ্চিমা পোশাকও পরে।
ইয়াকুতরা ওলখন ও বৈকাল হ্রদ এলাকা থেকে এসে মধ্য লেনা, অ্যালদান ও ভিলুয়ুই নদী অববাহিকায় বসতি স্থাপন করে এবং উত্তর রাশিয়ার ভূমিপুত্রদের সাথে মিশে যায়। এভাবে জন্ম নেয় নয়া নৃতাত্ত্বিক গোষ্ঠী ইয়াকুত।
১৬২০-এর দশকে রুশরা ইয়াকুতিয়ার দিকে অগ্রসর হয় এবং এই এলাকা রাশিয়ার অন্তর্ভুক্ত করে। রুশরা ইয়াকুতদের ওপর করারোপ করলে এখানে বিদ্রোহ দেখা দেয়। ১৬৩৪ ও ১৬৪২ সালে দু’টি ইয়াকুত বিদ্রোহ দমন করে রাশিয়া। ইয়াকুত এলাকায় স্বর্ণখনির আবিষ্কার এবং ট্রান্স সাইবেরিয়ান রেলপথ নির্মাণ ওই এলাকায় রুশ বসতি স্থাপনের প্রেরণা জোগায়।
১৮২০-এর দশকে রুশ প্রভাবে বেশির ভাগ ইয়াকুত রুশ অর্থোডক্স ধর্ম গ্রহণ করে।
১৯১৯ সালে সোভিয়েত সরকার ইয়াকুত এলাকায় ইয়াকুত স্বশাসিত সোভিয়েত সমাজতান্ত্রিক রিপাবলিক গঠন করে। সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে এ রিপাবলিক রাশিয়ার অধীনে যায় এবং নাম ধারণ করে সাখা রিপাবলিক বা ইয়াকুতিয়া।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা