২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্ব ঐতিহ্য বায়ালোউইয়েজা বন

বিশ্ব ঐতিহ্য বায়ালোউইয়েজা বন -

বলছি বায়ালোউইয়েজা বনের কথা। এর অবস্থান বেলারুশ ও পোল্যান্ডের সীমান্ত এলাকায়। বনটি বেলারুশে বিলাভেঝস্কায়া পুশকা এবং পোল্যান্ডে পুঝ্ক্জা বায়ালোউয়েস্কা নামে পরিচিত। বায়ালোউইয়েজা বন প্রাচীন ঘন বনের অংশ যা একসময় সারা ইউরোপীয় সমভূমিতে বিস্তৃত ছিল।
মোহিনী প্রাকৃতিক দৃশ্য আর উইসেন্টের জন্য বায়ালোউইয়েজা বিখ্যাত। উইসেন্ট ইউরোপের সবচেয়ে বড় জাতের বাইসন। ১৯৭৯ সালে বনটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদায় ভূষিত হয়। বনের জীববৈচিত্র্য আকর্ষণীয়। এর বেলারুশ অংশের সদর দফতর কামিয়েনিউকিতে রয়েছে গবেষণাগার সুবিধা এবং একটি চিড়িয়াখানা যেখানে রয়েছে বনের নিজস্ব জাতের উইসেন্ট, বন্যশূকর ও হরিণ। অন্যান্য প্রাণীও দেখা যায় প্রাকৃতিক পরিবেশে। এ সদর দফতরে রয়েছে সোভিয়েত যুগে প্রতিষ্ঠিত ছোট জাদুঘর, রেস্তোরাঁ ও স্ন্যাকবার (নাশতার দোকান)। দেশীয় পরিদর্শকরা এখানে তেমন আসে না, কিছু বিদেশী আসে।
বনের পোলিশ অংশে বায়ালোউইয়েজা জাতীয় পার্কে রয়েছে বায়ালোউইয়েস্কা গ্লেইড, একটি দালান কমপ্লেক্স যা নির্মাণ করা হয়েছিল রাশিয়ার জারদের (সম্রাট) জন্য। ১৮৮৮ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত বনটি ছিল তাদের ব্যক্তিগত সম্পত্তি। এ সময় সম্পূর্ণ বন ছিল রুশ সাম্রাজ্যের অধীন। গ্লেইডে রয়েছে হোটেল, রেস্তোরাঁ ও পার্কিং এলাকা। ভ্রমণের জন্য এখানে ঘোড়ায় টানা গাড়ির ব্যবস্থা আছে। বছরে প্রায় এক লাখ পর্যটক বনের পোলিশ অংশে ভ্রমণ করে।
বায়ালোউইয়েজা বনের উইসেন্ট রক্ষায় রুশ জারদের সুদৃষ্টি ছিল। ১৮৬০ সালে এ প্রাণী রক্ষার জন্য এখানকার ভালুক, নেকড়ে ও লিনক্স (বাঘবিশেষ) হত্যা করা হয়। জারদের ব্যক্তিগত সম্পত্তি হওয়ার পরে বনটি রাজকীয় সংরক্ষিত শিকার বনাঞ্চলে পরিণত হয়েছিল।
একসময় পোল্যান্ড ও বেলারুশ ছিল রাশিয়ার অধীন। বর্তমানে এ দু’দেশ স্বাধীন। আর বায়ালোউইয়েজা বন এ দু’দেশের মধ্যে বিভাজিত।


আরো সংবাদ



premium cement
এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’ গুমের ঘটনা তদন্তে কাউকে বরখাস্ত করা হয়নি : কমিশন প্রধান প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ ছাত্র আন্দোলনে শহীদ রিপনের লাশ সাড়ে ৩ মাস পর উত্তোলন নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ : রিজভী পাইকগাছা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেলের নিরঙ্কুশ জয় কক্সবাজার সৈকতে গোসলে নেমে মৃত ১, নিখোঁজ ২ জাপান নতুন বাংলাদেশেরও বন্ধুই রয়েছে : রাষ্ট্রদূত পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে হাবিপ্রবি ছাত্রলীগ নেতা প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে বড় জয় জিম্বাবুয়ের আদানির বিরুদ্ধে এবার সমন জারি করল যুক্তরাষ্ট্র

সকল