সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৯ অক্টোবর ২০২৪, ০০:০০
সন্ধান পেলাম, সুন্দর একখানা আনকোরা বাণিজ্যিক জাহাজ বিক্রি হবে। জাহাজটি শুধু দেখতেই বাহারি নয়, তার সর্বাধুনিক যন্ত্রপাতি, কলকব্জা সবকিছুই আমার খুব পছন্দ হলো। জাহাজের নওজোয়ান কাপ্তানটিও দারুণ চৌকশ। এই বয়সে সে তামাম দুনিয়ার সব দেশে জাহাজ ভিড়িয়েছে। দাম কিছু বেশিই নিলো। তা নিক, জাহাজখানা আমার বেশ মনের মতো হলো।
কিনে ফেললাম জাহাজটি। তারপর আমার চেনাজানা পেয়ারের সওদাগর বন্ধুদের খবর দিলাম। তারা যদি বাণিজ্যে যেতে ইচ্ছা করে আমার জাহাজেই যেতে পারে। পুরোনো বন্ধুবান্ধবদের প্রায় সবাই তল্পিতল্পা নিয়ে জাহাজে উঠে বসল।
দিনক্ষণ দেখে একদিন জাহাজ ছেড়ে দিলাম আমরা। ভেসে চললাম অজানার সন্ধানে। দেশ থেকে দেশান্তরে, দ্বীপ থেকে দীপান্তরে সমুদ্রপথে বাণিজ্যের সন্ধানে ঘুরে বেড়াতে লাগলাম।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা