সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৭ অক্টোবর ২০২৪, ০০:০০
তোমরা ইতোমধ্যেই জেনেছ, আরব দেশের রূপকথার জগতে এক দুঃসাহসী নাবিকের নাম সিন্দাবাদ । কাল্পনিক এই চরিত্র নাবিক সিন্দাবাদ, সিন্দবাদ বা সিনবাদ ইত্যাদি নামেও পরিচিত। আজ থেকে শুরু হলো সিন্দাবাদের দ্বিতীয় সমুদ্রযাত্রার কাহিনী । - বিভাগীয় সম্পাদক
বাগদাদে নিজের বাড়িতে অসাধারণ আনন্দঘন দিন কাটছিল আমার। ইয়ার বন্ধুদের নিয়ে খানাপিনা আর গান বাজনায় মাস্তি করছিলাম। কিন্তু এই একঘেয়ে আনন্দও এক সময় বিষাদময় হয়ে ওঠে আমার কাছে। এত আনন্দ, এত শান-শওকত কিছুই আর ভালো লাগছিল না। তাই সিদ্ধান্ত নিলাম, আবার অজানার সন্ধানে বেরিয়ে পড়ব।
একদিন কেনাকাটার জন্য বাজারে গেলাম। অনেক অর্থ ব্যয় করে মূল্যবান সব জিনিসপত্র সওদা করে গাঁটরি বাঁধলাম। আমি জানতাম, কোন কোন জিনিস বিদেশের বাজারে চাহিদা বেশি। সেই সব জিনিসপত্রে বোঝাই করলাম আমার বাক্সপ্যাটরা। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা