২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নি ত্যো প ন্যা স

দেবতাখুমের রহস্য

দেবতাখুমের রহস্য -

এগারো.
অজানা ভয়ের ছায়া নেমে এসেছে পাহাড়ি জঙ্গল ঘেরা গ্রামগুলোতে। চিরচেনা গ্রামের উঁচু নিচু পাথুরে পথগুলো স্থানীয়দের কাছে এখন আতঙ্কের কারণ। ইউরোপের বিখ্যাত দৈনিক ‘দ্যা টাইমস অব দ্যা মুন’ এ বিষয়ে ছোট্ট একটি রিপোর্ট ছেপেছে। রিপোর্টটার শিরোনাম হলো, Kheyang youths are missing in the barren forest in Bandarban. (খেয়াং ইয়ুথস আর মিসিং ইন দি ব্যারেন ফরেস্ট ইন বান্দরবান)। বান্দরবানে গহিন জঙ্গলে গুম হচ্ছে খেয়াং সম্প্রদায়ের যুবকেরা। কমল বলে, ঘটনাগুলো কী, সেটি আগে বলো।
আবিদ বলে, ওয়েট, আমি অনলাইনে ‘দ্যা টাইমস অব দ্যা মুন’ থেকে একটু ঢুঁ মেরে আসি। কিছুক্ষণ পর আবিদ বলে, তেমন কিছু লিখেনি পত্রিকাটি। শুধু বিদেশী পর্যটকসহ বেশ কিছু স্থানীয় যুবক গুম হয়েছে বান্দরবানের এ অঞ্চল থেকে।
লীনা বলে, আরে সেই রিপোর্টটা পড়েই তো তোদের আমি মেসেসটি পাঠিয়েছি। রিপোর্টে তেমন কিছু নেই। শুধু মিসিং হওয়ার বিষয়টিই উল্লেখ করা হয়েছে। ঘটনাগুলো শুরু হয় খেয়াংদের কয়েকজন যুবক নিখোঁজ হওয়ার মধ্য দিয়ে। প্রথম দিকে তেমন গুরুত্ব পায়নি এসব। কারণ, পাহাড়ে এমন নিখোঁজ হওয়ার ঘটনা মাঝে মধ্যেই ঘটে। (চলবে)


আরো সংবাদ



premium cement