২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

শিউলি

শিউলি -

ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই শিউলি বা শেফালি নামের সাথে পরিচিত। এটি কী? সাদা ও হলুদ মিশ্রিত সুন্দর ফুল। জুঁই ফুলের সাথে শিউলির বেশ সাদৃশ্য রয়েছে।
শিউলি ফুল কখন ফোটে? রাতে। কখন ঝরে? সকালে। এ জন্য শিউলিকে দুঃখের ফুল বলে।
বাংলাদেশের প্রায় সব জায়গায় শিউলি ফুলগাছ দেখা যায়। ঔষধি হিসেবে শিউলির ব্যবহার রয়েছে। এর পাতার রস মুষ্টিযোগ হিসেবে নতুন-পুরনো বিভিন্ন জ্বর ও বাত যন্ত্রণায় ব্যবহার করা হয়। বড় হয়ে এ বিষয়ে তোমরা আরো বেশি জানতে পারবে। এবার ছবি দেখো এবং মজা করো।


আরো সংবাদ



premium cement