সিন্দাবাদের প্রথম সমুদ্রযাত্রা
- ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর
- ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০
(গত দিনের পর)
আমার সেই ইয়ার বন্ধুরা ফিরে আসতে লাগলো। বাবার আমলে যেমনটি ছিল, ধনদৌলতে সমৃদ্ধ হয়ে উঠলো আমার ঘর। ফিরে পেলাম ইয়ার বন্ধুদের। আমার গরীবি হালতের সময় তারা চলে গিয়েছিল। মধুর সন্ধান পেয়ে আবার তারা গুন গুন করে জড়ো হতে লাগলো। খানাপিনা হাসি তামাশা ও গানে মেতে উঠলাম সবাই।
এই হলো আমার প্রথম সমুদ্র যাত্রার কাহিনী। এরপরে দ্বিতীয় অভিযানের বিচিত্র কাহিনী শোনাবো তোমাদের। তার আগে এসো, আমরা খানাপিনা সেরে নিই। তিনি সিন্দাবাদ কুলিকে বললেন, ‘তুমিও আমাদের সঙ্গে খাবে আজ, মিতা।’
খানাপিনা শেষ হলে সিন্দাবাদ নাবিক একশ’টি স্বর্ণের মোহর সিন্দাবাদ কুলির হাতে দিয়ে বললেন, এটা রাখো বন্ধু। কাল সকলে আবার আসবে। আরেক কাহিনী শোনাবো তোমাকে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা