২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
জানা-অজানা

টিয়া পাখি

টিয়া পাখি -

ছোট্ট বন্ধুরা,

টিয়া পাখি সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। এটি বেশ পোষ মানে। আর প্রাচীনকাল থেকেই পোষাপাখি হিসেবে টিয়া জনপ্রিয়। এ পাখি কী খায়? এটি সর্বভুক পাখি। তার মানে সবকিছু খায়। তবে ফল বেশি পছন্দ করে। টিয়ার রঙ কেমন? সাধারণত সবুজ। তবে লাল রঙের টিয়াও আছে। বলতে পারো, এ পাখি কোথায় বাসা বাঁধে? নিশ্চয়ই পারো- গাছের কোটরে। ডিম দেয় ক’টি? দুই থেকে তিনটি। এবার ছবি দেখো এবং মজা করো। অবসরে আঁকবে কিন্তু!


আরো সংবাদ



premium cement