দেবতাখুমের রহস্য
- সোনিয়া হুসাইন
- ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
আট.
কেনইবা এমন বিদেশী ঢংয়ে ইংরেজি বলছে লোক দুজন? দেখতে বাঙালি বাঙালি চেহারা। ব্রিটিশ বাঙালি নাকি!
লোক দুজনও যেন এক নিগূঢ় রহস্য। বিশেষ করে তাদের চলাফেরা ও ইংরেজি বলার ঢংয়ে। লোক দু’জনকে নিয়ে তারা পুলকিত হচ্ছে ঠিকই। কিন্তু তারা তখনো জানে না যে কতটা বিপদের মুখোমুখী হতে চলেছে তারা বান্দরবানে। পাহাড়ের অন্ধকারে লুকিয়ে থাকা সত্যগুলো উন্মোচন করতে গিয়ে তারা কি ফিরে আসতে পারবে, নিরাপদে?
রাত সাড়ে ১০টার দিকে আবিদ ও কমল বান্দরবানে পৌঁছে। এরপর চান্দের গাড়িতে করে চলে যায় তাদের জন্য রিজার্ভ করে রাখা ‘বনবাস গেস্ট হাউজে’। ঘন জঙ্গলের ভেতর গেস্ট হাউজটি। আবিদ ও কমল ‘বনবাস’ নামের ছোট্ট গেস্টহাউজে গিয়ে ওঠে।
গেস্টহাউজটির চেহারা অনেকটা পুরোনো, কাঠের দরজা আর জানালা, ছোট্ট উঠোনের মতো লবিতে কয়েকটি গাছের নিচে কাঠের বেঞ্চ। মালিক মৃণাল কান্তি তাদেরকে অভ্যর্থনা জানায়। মৃণাল কান্তি একজন মধ্যবয়স্ক মানুষ। গায়ের রঙ পাকা সোনালি, মাথায় সাদা চুল, মুখে এক ধরনের গাম্ভীর্যপূর্ণ অভিব্যক্তি। তার চোখে ছিল এক গভীর চিন্তার ছাপ। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা