দেবতাখুমের রহস্য
- সোনিয়া হুসাইন
- ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সাত.
খুবই ফিটফাট এবং বিদেশী এক্সেন্টে ইংরেজিতে কথা বলছে নিজেদের মধ্যে। আবিদ এবং কমল যেহেতু বয়সে তরুণ এবং ব্যক্তিত্বেও যায় না, তাই যেচে পড়ে পরিচয় হওয়ার প্রয়োজন মনে করল। কিন্তু আলপিনের মতো কিছু একটা যেন খোঁচা দিচ্ছে দুই বন্ধুর মনে।
বাস আবার এগিয়ে চলছে। ফেনীর মহীপাল পার হয়ে এবার বাস সীতাকুণ্ডে এসে মাগরিবের বিরতি দিলো। দুই বন্ধু বাস থেকে নেমে পাশের একটি চায়ের দোকানে বসে। এমন সময় তারা অবাক হয়ে দেখে বাসে পেছনের সিটে বসা ভদ্রলোক দুজনও ফুটপাথের ওই চায়ের দোকানেই বসে আছেন। চা খাচ্ছেন তারা। মনের ভেতর আবার খচ করে খোঁচা দিলো আলপিনটা। দুই বন্ধু নিঃসন্দেহে বুঝে গেল, আসলেই লোক দুটি তাদেরকেই অনুসরণ করছে। কিন্তু কেন? অনুমান করতে পারছে না কিছুই। তাদের অজানা যাত্রা যেন আরো রহস্যময় ও চ্যালেঞ্জিং হয়ে ওঠে ওই মধ্যবয়সী লোক দুজনের চালচলনে।
আরো রহস্যের গন্ধ পেয়ে পুলকিত হচ্ছে আবিদ ও কমল। দুজনেই ভাবছে, লীনার মেসেসে কিসের রহস্যের ইঙ্গিত? পেছনের এই লোক দুজনইবা কারা? কেন তারা নজরে রাখছে আবিদ ও কমলকে।
(চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা