২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইয়াংগুন চিড়িয়াখানা

ইয়াংগুন চিড়িয়াখানা -

মিয়ানমারের সবচেয়ে বড় নগরী ইয়াংগুনে সুন্দর একটি চিড়িয়াখানা আছে। এটি বিশ্বের বড় চিড়িয়াখানাগুলোর একটি। প্রায় ৫৯ দশমিক ২৫ একর জায়গাজুড়ে ছায়াঘেরা পরিবেশে এর অবস্থান। চিড়িয়াখানাটির সরকারি নাম ইয়াংগুন জুলোজিক্যাল গার্ডেন্স। ব্রিটিশ শাসনের যুগে ১৯০৬ সালে ইয়াংগুন জুলোজিক্যাল গার্ডেন্স প্রতিষ্ঠিত করা হয়। এ সময় মিয়ানমার ছিল ব্রিটিশ-ভারতের অংশ। আর ইয়াংগুনে ছিল অনেক বাঙালির বসবাস।

ছায়াময় গাছের নিবিড়তায় মায়াময় পরিবেশে বিভিন্ন জন্তু, পাখি ও সরীসৃপের অবস্থান চিড়িয়াখানাটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রায় ৩০০ প্রজাতির ১৫ হাজার গাছ রয়েছে এখানে।
এ চিড়িয়াখানায় রয়েছে ৫৯ প্রজাতির স্তন্যপায়ী, ৬০ প্রজাতির পাখি এবং ১৮ প্রজাতির সরীসৃপ। এখানে রয়েছে হাতি, গ-ার, উট, বাঘ, সিংহ, হরিণ, বানর, সাপ, কচ্ছপ, কুমির এবং বিভিন্ন ধরনের পাখি। এখানকার গাছের ছায়ায় ঘাসে ঢাকা ছোট্ট মাঠগুলোয় শিশুরা খেলা করতে পারে। এ চিড়িয়াখানার বিশেষ আকর্ষণ হাতিটানা ও ঘোড়াটানা গাড়ি। এগুলোতে চড়া শিশুদের জন্য মজার ব্যাপার। বড়রাও এতে আনন্দ পায়। হাতি ও ঘোড়ার পিঠে চড়ারও ব্যবস্থা রয়েছে। এ ছাড়া এখানে রোলার-কোস্টারসহ অ্যামিউজমেন্ট পার্ক (প্রমোদ-উপকরণ সংবলিত কক্ষ) রয়েছে। এ পার্ক আন্তর্জাতিক মানের। এ ছাড়া দর্শকদের সুবিধার জন্য এখানে রেস্তোরাঁ এবং ফোনের ব্যবস্থা রয়েছে।
সাধারণ মানুষের আনন্দ-বিনোদন, প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে ছাত্র ও গবেষকদের জ্ঞান অর্জন ইত্যাদি কাজে এ চিড়িয়াখানা বিশেষ অবদান রাখছে। বন্যপশুপাখির সুরক্ষায় সাধারণ মানুষকে শিক্ষাদান এবং যুক্তি বা উপদেশ দিয়ে তাদেরকে সচেতন করাও এর উদ্দেশ্য।
বিরল প্রজাতির বন্যপ্রাণীর বংশবৃদ্ধি, এগুলোর আচরণের ওপর গবেষণা এবং এ প্রাণীগুলোকে বিস্মৃতি ও বিলোপের হাত থেকে টিকিয়ে রাখাও এ চিড়িয়াখানার লক্ষ্য।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল