২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

গারডা হ্রদের সৌন্দর্য

গারডা হ্রদের সৌন্দর্য -

‘গারডা’ ইতালির সবচেয়ে বড় হ্রদ । এটি বিশ্বের সবচেয়ে সুন্দর হ্রদগুলোর একটি । আলপ্স পর্বতমালার পাদদেশে দক্ষিণ ইউরোপের শোভামণ্ডিত এলাকায় এর অবস্থান। বন-পর্বতের পটভূমিকা একে দিয়েছে ভিন্ন মাত্রা। ভেরোনা থেকে এর দূরত্ব ৩০ কিলোমিটার, মিলান থেকে ১০০ কিলোমিটার এবং ভেনিস থেকে ১৩০ কিলোমিটার। সড়ক, রেলপথ ও আকাশপথে বিভিন্ন শহরের সাথে এর রয়েছে সহজ যোগাযোগব্যবস্থা।
গারডা হ্রদের অপূর্ব নৈসর্গিক শোভা পর্যটকদের খুব আকর্ষণ করে। এখানকার বর্ণিল প্রকৃতি মোহনীয়। উত্তরে একে ঘিরে রেখেছে ব্রেনটার ডলোমিটি। এটি ১৭১ কিলোমিটার একটি রাস্তা, সাগরসমতল থেকে প্রায় ৭ হাজার ৭০০ মিটার উচ্চতায়। বিশাল পর্বতের ভূ-দৃশ্যের প্রান্ত বেয়ে এগিয়ে গেছে এ ডলোমিটি। এ পথের পাশে রয়েছে প্রাচীন ছোট ছোট গ্রাম, মধ্যযুগের দুর্গ, সবুজ তৃণভূমি, বন, স্বচ্ছ ঝরনার বয়ে চলা- আরো কত কী! এখানকার ঢাল, মোরানিক (হিমবাহবাহিত মাটি, পাথর-কাঁকর ইত্যাদির তৈরি) পাহাড় বড় কাছে টানে মানুষকে। ভূমধ্যসাগরীয় জলবায়ুর কারণে হ্রদ এলাকা লেবু, ওলিনডার (করবীজাতীয় চিরসবুজ ফুলগাছ), ম্যাগনোলিয়াস, বগানভিল গাছের অনুকূল। এর উপকূলে চাষ হয় আঙ্গুর ও জলপাই, যা থেকে তৈরি করা হয় মদ ও জলপাই তেল।
এ হ্রদকে ইতালিয়ানরা বলে ল্যাগো ডি গারডা। হ্রদটির প্রভাবে ঐতিহাসিক নগরী ভেরোনা, ব্রেসিকা, মন্টুয়া, ট্রেন্ট ও ভেনিসে গড়ে উঠেছে বিভিন্ন অবকাশ কেন্দ্র। গারডা হ্রদ রাতের চিত্তাকর্ষক অভিযাত্রার জন্য বিখ্যাত। এখানে রয়েছে রেস্তোরাঁ, কাফে, গতিময় ডিস্কোসহ বিনোদনের অজস্র উপকরণ। এ ছাড়া রয়েছে বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক (প্রমোদ-উপকরণ সংবলিত কক্ষ)। এ হ্রদের উপকূলজুড়ে রয়েছে বিভিন্ন রিসর্ট ও দ্রাক্ষাক্ষেত।
গারডা হ্রদে রয়েছে ৫টি দ্বীপ। এ দ্বীপগুলোর চার ধারে জলতরঙ্গের খেলা অপূর্ব। বড় দ্বীপটির নাম ইসোলা ডেল গারডা। হ্রদটির দৈর্ঘ্য ৫১.৯ কিলোমিটার, প্রস্থ সর্বোচ্চ ১৬.৭ কিলোমিটার। গড় গভীরতা ১৩৬ মিটার এবং জলধারণ ক্ষমতা ৫০.৩৫ ঘন কিলোমিটার। এ হ্রদের পানির প্রধান উৎস সারকা নদী এবং পানি নির্গমন পথ মিনসিও নদী।


আরো সংবাদ



premium cement
রাজধানীতে সংঘর্ষে ২ যুবক নিহত জাতিসঙ্ঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন ড. ইউনূস কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু তোফাজ্জল হত্যা : ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার কুমিল্লা-১০ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে : ইয়াছিন আরাফাত উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতেছিল আ’লীগ : হামিদ আজাদ ভাইকে হত্যা করাতে ১৪ মাসের ষড়যন্ত্র ভান্ডালজুড়ি শোধনাগার প্রকল্পের কাজ শেষ পর্যায়ে ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যার প্রতিবাদে খুলনায় শিক্ষার্থীদের মানববন্ধন নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক রনো ও তার পরিবার চট্টগ্রাম পানগাঁও নৌরুট জনপ্রিয় করার উদ্যোগ

সকল