দেবতাখুমের রহস্য
- সোনিয়া হুসাইন
- ২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
দুই.
সরকার পতনের পর কিছুদিনের জন্য লীনা নিজ জন্মস্থান বান্দরবানে বাবা-মায়ের কাছে চলে যায়। সেখান থেকেই এই মেসেসটা পাঠিয়েছে আবিদের সেলফোনে। ‘বান্দরবানে তোমাদের জন্য অপেক্ষা করছে এক অনন্য রহস্য। দেরি করো না।’
আবিদ মেসেসটি পড়ে বন্ধু কমলকে দেয়। নে পড়ে দেখ, লীনার মেসেস। কমল মেসেসটি গভীর মনোযোগসহকারে পড়ে। প্রযুক্তিবিদ্যায় পারদর্শী কিশোর কমল এই মেসেসে রহস্যের এক গন্ধ খুঁজে পায়।
পুরান ঢাকার এই এলাকাটি বিদ্যাপীঠের তীর্থস্থান বলা যায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজ ছাড়াও এখানে আছে মহানগর মহিলা কলেজ, সেন্ট্রাল গার্লস স্কুল, সরকারি শহীদ সোহরাওয়ার্দি কলেজ, সিলভেস্টার স্কুল, সেন্ট গ্রেগরি, সেন্ট জেভিয়ার্স, ঢাকা গভ. মুসলিম হাই স্কুল, বাংলাবাজার গভ. গার্লস স্কুল, কলেজিয়েট স্কুলসহ আশেপাশে আরো অনেকগুলো স্কুল-কলেজ। পুরো লক্ষ্মীবাজারটাই যেন বিদ্যাপীঠ। ঢাকা শহরেই শুধু নয়, পৃথিবীর অন্য কোথাও একই এলাকায় এতগুলো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় আছে কিনা সন্দেহ।
কমল তার প্রখর বুদ্ধি দিয়ে মেসেসটি বিশ্লেষণ করতে চেষ্টা করে। (চলবে)
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা