০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

‘চাঁদের দেশের গ্রাম’

পাহাড়ের ওপর গ্রামের একটি বাড়ি - ছবি : সংগ্রহ

মাটি থেকে ৮হাজার মিটার উচ্চতার এক গ্রাম, যেখানকার বাসিন্দাদের বাইরের পৃথিবীর যোগাযোগের একমাত্র মাধ্যম বেত আর দড়ি দিয়ে তৈরি লম্বা মই। আধুনিক সভ্যতার আলো যেখানে পৌছেনি, প্রতিদিন কঠিন বাস্তবতার মোকাবেলা করে বেঁচে থাকতে হয় গ্রামটির বাসিন্দাদের।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের লিয়াংশান স্বসাশিত এলাকার ঝাংজু জেলার একটি গ্রাম সেটি। নাম আতুলির। পাবর্ত্য এলাকা হিসেবে পরিচিত ঝাংজুর ওই অঞ্চলটির পাহাড়গুলো অন্য এলাকার চেয়ে তুলনামূলক বেশি উচ্চতার। গ্রামটিতে বাস করে ৭২টি পরিবার।

এই পাহাড়ের চূড়ায় অবস্থিত গ্রামটি

 

গ্রামটির বিভিন্ন পাশ দিয়ে ১৭টি মই ঝুলানো রয়েছে নিচে নামার জন্য। এসব মই বেয়ে প্রতিদিন প্রয়োজনীয় কাজ সাড়তে নামতে হয় গ্রামের মানুষদের। গ্রামটি যে পাহাড়েরর চূড়ায় অবস্থিত আশপাশের তার চেয়ে কম উচ্চতার কয়েকটি পাহাড় হয়ে তাদের আসতে হয় সমতলে। নিকট অতীতে এসব মই বেয়ে নামতে গিয়ে অন্তত ৮জন নিহত হয়েছে বলে জানিয়েছে গ্রামবাসীরা। মই থেকে পড়ে গিয়ে আহত হয়েছে আরো অনেকে।

গ্রামবাসীর এই সংগ্রমময় জীবনের কথা বিশ্ববাসী তো দূরের কথা চীনের নীতি নির্ধারকরাও যেন ‘জানতেন না’। ২০১৬ সালের মে মাসে চেন জি নামের এক সাংবাদিক গ্রামটির অনেকগুলো ছবি তুলে এনে ‘চাঁদের দেশের গ্রাম’ শিরোনামে তা প্রকাশ করলে গ্রামটির দূরাস্থার কথা নজরে আসে সরকারের।
গ্রামটির ১৫ শিশু প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মই বেয়ে নিচে নামে স্কুলে যাওয়ার জন্য। নিচে কম উচ্চতার আরেকটি পাহাড়ি গ্রামে অবস্থিত তাদের প্রাইমারি স্কুল।

গ্রামটির একটি বাড়ি

 

গ্রামটির খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর চীন সরকারের টনক নড়ে। তারা গ্রামটির জীবনযাত্রা সহজ ও নিরাপদ করার জন্য কিছু উদ্যোগ নিতে শুরু করেন। তার মধ্যে সবার আগে গ্রামটির জন্য দীর্ঘ ও মজবুত একটি স্টিলের মই নির্মাণ করা হয়।

 

প্রতিদিন এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয় গ্রামের শিশুদের

গত বছরের শুরু থেকে আরো কিছু পরিবর্তন আসতে শুরু করে গ্রামটিতে। ৩০০ মিলিয়ন চীনা ইউয়ান ব্যয়ে ওই এলাকায় একটি স্কুল নির্মাণ করা হচ্ছে। পর্যটকদের আকৃষ্ট করার জন্য নেয়া হয়েছে বড় বাজেটের বেশ কিছু পরিকল্পনা। এমনকি ফোর-জি ইন্টারনেট সেবার আওতায় আনা হয়েছে গ্রামটিকে। বর্তমানে স্বল্প পরিসরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে তা আরো বাড়বে।

 

বাড়ি ফেরার জন্য আবার মই বেয়ে ৮ হাজার ফুট উপরে উঠতে হয় প্রতিদিন

দারিদ্র পীড়িত লিয়াংশান এলাকাটির একটি বড় উদাহরণ আতুলির নামের গ্রামটি। চীন সরকার পরিকল্পনা নিয়েছে এলাকাটিতে পর্যটন শিল্প বিকশিত হলে গ্রামবাসীকে অন্যত্র সড়িয়ে নেয়া হবে। অথবা পর্যটন শিল্পের জনশক্তি হিসেবে তারা সেখানে কাজ করবেন। বর্তমানে গ্রামটিতে পর্যটকদের যাওয়ার সুযোগ রয়েছে। সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনে গ্রামটির সংগ্রামী জীবন দেখতে সেখানে যাওয়ার সুযোগ পায় পর্যটকরা।

সন্তানকে দড়িতে বেধে নামছেন গ্রামটি দেখতে আসা এক পর্যটক

 

চায়না ডেইলি জানিয়েছে, ওই পার্বত্য অঞ্চলটিতে এরকম কমপক্ষে আরো ১৯টি গ্রাম রয়েছে পাহাড়ের উপরে। বিষয়টি নিয়ে লেখালেখি হওয়ার পর সরকার গ্রামগুলো পর্যবেক্ষণ করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সব মিলে এই গ্রামগুলোর প্রায় তিন হাজার শিক্ষার্থী রয়েছে যাদের স্কুল বোর্ডিয়ে থেকে লেখাপড়া করার সুযোগ দেয়া উচিত।

আকাশ থেকে তোলা আতুলির গ্রামের ছবি

 

আরো পড়ুন : ফুল চাষে দারিদ্র জয়
বর্তমানে চীনের ২০টিরও বেশি গ্রামের বাসিন্দা গোলাপ চাষ করে তাদের ভাগ্যের উন্নয়ন করেছে। চলতি বছর এ এলাকাগুলোতে প্রায় ২শ' ৬০ টন উন্নত মানের গোলাপ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা বিভিন্ন কোম্পানির চা, তেল, জ্যাম এবং কেক তৈরিতে ব্যবহার হবে।

গোলাপ ফুলের চাষ যে আয়ের অন্যতম উৎস হতে পারে  এটি প্রমাণ করেছে চীনের বিভিন্ন অঞ্চলের মানুষ। গোলাপ ফুল চাষ করে দরিদ্রতা ঘুচিয়েছেন দেশটির ২০টিরও বেশি এলাকার বাসিন্দারা। হয়ে উঠেছেন সচ্ছল।


সবুজ পাহাড়ে ঘেরা চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের মাওশুই গ্রাম। যেখানকার অধিকাংশ অধিবাসীই আদিবাসি তিব্বতীয় এবং সংখ্যালঘু কিয়াং সম্প্রদায়ের। পাহাড়ের বুকে রবি শস্য ও সবজির পরিবর্তে চাষ করছেন গোলাপ ফুল।দারিদ্রের কষাঘাতে তাদের জীবন যখন জর্জরিত তখন এ ফুল চাষ তাদের জন্য হয়ে ওঠেছে আশির্বাদ।

ফুল চাষীরা বলেন,  'আমাদের পূর্ব পুরুষরা যেসব শস্য চাষ করতেন আমরাও তাই করতাম। সেসব ফসল নিজেরা খেতাম বাকিটা গবাদিপশুকে খাওয়াতাম। কোনো সঞ্চয় ছিল না। কিন্তু এখন গোলাপ চাষ করে আমাদের আর্থিক উন্নতি হয়েছে। আমাদের বার্ষিক আয় প্রায় ১৫ হাজারের বেশি মার্কিন ডলার।'

চেন ওয়ানগুই নামে এক আদিবাসি নারীর উদ্যোগে ২০১২ সালে প্রথম এ এলাকায় গোলাপ চাষ শুরু হয়। শুরুতে গ্রামবাসি এ বিষয়ে খুব বেশি মনোযোগী না হলেও পরে চেন-এর পরামর্শে বড় পরিসরেই চাষ শুরু করেন।

উদ্যোক্তা চেন ওয়ানগুই বলেন, 'আমি বিস্মিত হয়েছিলাম যখন আমার এক বন্ধু আমাকে জানায় যে, গোলাপের নির্যাস থেকে তৈরি তেল স্বর্ণের চেয়েও দামি। আমি বলেছিলাম স্বর্ণের চেয়ে নয়, আলু এবং ডালের চেয়ে বেশি মুনাফা হলেই হবে। এরপরই উদ্যোগ নেই। প্রথম দিকে তারা আমার সামনেই চারা রোপন করলেও ঠিকমতো যত্ন না করায় অনেক চারা মরে যায়। পরে বোঝানোর পর কাজ হয়েছে।'


আরো সংবাদ



premium cement
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে জাতিসঙ্ঘের গোয়েন লুইসের সাক্ষাৎ বিপিএল থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : সেনাপ্রধান এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত ঢাকায় তিন দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব শুরু

সকল