আনিসুল হক ও সালমান এফ রহমান ডিবি কার্যালয়ে
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ আগস্ট ২০২৪, ১২:৪৪
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার রাতে গ্রেফতারের পর তাদের ডিবি কার্যালয়ে নেয়া হয়।
ডিএমপির ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
দু’জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো: মাইনুল হাসান বলেন, সালমান এফ রহমান ও আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দু’জন নিহত হন। তাদের একজন ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬), অন্যজন হকার মো: শাহজাহান (২৬)। এ ঘটনায় নিউমার্কেট থানায় দু’টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা