১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা সেই আ’লীগ নেতা আটক

মো: জাহাঙ্গীর কবির - ছবি - ইন্টারনেট

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোর পৌনে ৬টার দিকে বরগুনার আমতলা সড়কে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান সকাল ১০টার দিকে বিবিসি বাংলাকে জানান, ‘ঢাকা থেকে পিবিআই-এর টিম এসে তাকে আটক করেছে।’

তাকে আটক করার ক্ষেত্রে বরগুনা ‘থানা-পুলিশ তাদের সহযোগিতা করেছে’ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘ওনাকে (জাহাঙ্গীর কবির) ঢাকায় নিয়ে গেছে হয়তো।’

কী কারণে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর সাথে ওনার কথোপকথনের একটা ভিডিও ভাইরাল হয়েছে কাল। হয়তো সে কারণে, এটা আমার ধারণা।’

গত ১২ অগাস্ট ওই নেতার নিজ বাড়িতে বসে শেখ হাসিনার সাথে মোবাইল ফোনে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায়, সেখানে উপস্থিত মানুষজন শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে ‘মনে সাহস’ রাখতে বলেন।

ওই এলাকার এক স্থানীয় সাংবাদিক বুধবার সকালে নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেন, আগামীকাল ১৫ অগাস্টকে ঘিরে তাদের বড় কোনো আয়োজনের পরিকল্পনা ছিল। ‘হয়তো সেজন্যই এই আটক।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement