বোন হত্যায় ভাইয়ের মৃত্যুদণ্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জুলাই ২০২৪, ২৩:৪৩
নিজের বোনকে হত্যার অভিযোগে ভাই মো: হানিফ শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
সোমবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: আমিনুল ইসলামের আদালত এ রায় দেয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো: হানিফ শেখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মুন্সীরহাট গ্রামের মরহুম মোফাজ উদ্দিনের ছেলে।
রায়ে উল্লেখ করা হয়, আসামি আগামী সাত দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ আগস্ট রাজধানীর উত্তরখানের ভাড়া বাসায় আসামি হানিফ শেখ তার বোন ইসমত আরাকে হত্যা করে। পরিবারে দারিদ্র্যতাকে কেন্দ্র করে প্রায়ই হানিফের সাথে ইসমত আরার ঝগড়া হতো। হত্যার পর লাশটি গুম করার উদ্দেশে বাড়ির সেপটিক ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখেন হানিফ।
এ ঘটনার পরদিন লাশ দেখতে পেয়ে রাজধানীর উত্তরখান থানায় হত্যা মামলা দায়ের করেন বাড়ির ভাড়াটিয়া মো: বাদশা মিয়া। এরপর হানিফকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন মো: হানিফ। এরপর মামলাটি তদন্ত শেষে পরের বছরের ১৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন। মামলার বিচার চলাকালে আদালত মোট ১৭ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ করেন।
সূত্র : বাসস