বিমানবন্দরে ব্যবসায়ীর উপর দুর্বৃত্তদের হামলা
- নিজস্ব প্রতিবেদক
- ০২ জুন ২০২০, ২০:১৬, আপডেট: ০২ জুন ২০২০, ২০:১০
রাজধানীর বিমানবন্দরের কাওলা এলাকায় এক ব্যবসায়ীকে পিটিয়ে মারাত্মক জখম করেছে দুর্র্বৃত্তরা। ঘটনার ব্যাপারে সোমবার বিমান বন্দর থানায় একটি মামলা হয়েছে।
আহত ওই ব্যবসায়ীরা নাম মানিক হোসেন (৩৭)। কাওলা আমবাগান এলাকায় তার ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। গত ৩১ মে রাত সাড়ে ১২টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাসায় যাওয়ার পথে আকরাম ইসলাম সাইম, ইমরান, শাহরিয়ার, এলজি স্বপনসহ কয়েকজন সন্ত্রাসী মিলে মানিকের প্রাইভেটকারের গতিরোধ করে প্রথমে গাড়ি ভাংচুর করে। গাড়ি থেকে মানিক নামলে তার উপর লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়। গুরুতর আহত অবস্থায় মানিককে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
মানিক জানান, তিনি মামলা করার পর উল্টা দুর্বৃত্তরা তাকে হুমকি ধমকি দিচ্ছে।