২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

ছিনতাইকারী সন্দেহে টঙ্গীতে যুবককে হত্যা, উত্তরায় ২ জনকে ঝুলিয়ে গণপিটুনি

উত্তরায় ফুটওভার ব্রিজে ঝুলিয়ে রাখা একজন - ছবি : সংগৃহীত

রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে পথচারীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করে মারধর করা হয়। রাত ১০টার দিকে তার মৃত্যু হলে এলাকার লোকজন লাশ মাছিমপুর এলাকার বালুর মাঠে ফেলে দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

অপরদিকে, রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে পথচারীরা। পরে পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে।

মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনের ফুটওভার ব্রিজের উপরে এ ঘটনা ঘটে।

আহত দুই যুবকের নাম বকুল (৪০) ও নাজিম (৩৫)।

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে খবর পেয়ে বালুর মাঠ থেকে আমরা নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। অজ্ঞাত ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। শরীরের গণপিটুনিতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে জনতা ছিনতাইকারী সন্দেহে পিটিয়ে হত্যা করেছে। তবে কে ছিনতাইকারীর কবলে পড়েছিলেন এ বিষয়ে এখনো তথ্য মিলেনি।

আর উত্তরার ঘটনায় উত্তরা পূর্ব থানার ওসি শামিম আহমেদ বলেন, আহত দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদের মধ্যে বকুলের বাসা ভাষানটেকে এবং নাজিমের বাসা বাড্ডায়। তবে তারা ছিনতাইকারী কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরো বলেন, প্রাথমিকভাব জানতে পেরেছি আহতরা ছিনতাই করতে গিয়ে পথচারীদের কাছে ধরা পড়ে। পরে পথচারীরা তাদের প্রধান সড়কের ফুটওভার ব্রিজের উপর নিয়ে গণপিটুনি দেয়। তবে কোথায় ছিনতাই করেছে বা কার সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটে এমন কাউকে পাওয়া যায়নি।

এদিকে, দুই যুবককে ফুটওভার ব্রিজের ওপর উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন পথচারী দুই যুবকের পায়ে রশি বেঁধে ফুটওভার ব্রিজের ওপরে উল্টো করে ঝুলিয়ে রাখেন। পরে লাঠিসোঁটা দিয়ে তাদের গণপিটুনি দেয়া হয়। এ সময় তাদের পরনের জামাকাপড় খুলে যায়।


আরো সংবাদ



premium cement
বরগুনার বেতাগীতে দু’গ্রুপের সংঘর্ষ : পুলিশসহ আহত ৩০ মহিষ কিনতে ভারতে ৫ কর্মকর্তা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী আজ দুই ঘণ্টা পর জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে পল্টনে জামান টাওয়ারে আগুন খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে : আসিফ মাহমুদ লোহাগাড়ায় বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে লাগা আগুনে খড়বোঝাই পিকআপ পুড়ে ছাই ফতুল্লায় নিখোঁজ শিশুর লাশ ইটভাটার ঝোঁপ থেকে উদ্ধার যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, ছিনতাইকারীর গুলিতে আহত ১ ছিনতাইকারী সন্দেহে টঙ্গীতে যুবককে হত্যা, উত্তরায় ২ জনকে ঝুলিয়ে গণপিটুনি একটি পরিবারকে আমানতের ৮৭ শতাংশ দেয়া হয়েছে : গভর্নর

সকল