সন্ধ্যার পর থেকে কঠোর অবস্থানে নামছে আইনশৃঙ্খলা বাহিনী : স্বরাষ্ট্র উপদেষ্টা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৯
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে কঠোর অবস্থানে নামছে আইনশৃঙ্খলা বাহিনী।
বিকেলে সচিবালয়ে কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা জানেন স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে কেউ লেখেনি আগের চেয়ে ভালো। ছোট খাটো ঘটনা আগেও ঘটেছে, ভবিষ্যতে যেন আর না ঘটে সেটির ব্যবস্থা করতে হবে।
আপনি পদত্যাগ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সোশ্যাল মিডিয়ায় আমারতো জানাজা হয়ে গেছে। আমি যে অবস্থায় পেয়েছি, তার চেয়ে ভালো হয়েছে, তবে আরও যেন ভালো হয় সেটির ব্যবস্থা নিচ্ছি।
রাত সাড়ে তিনটার ব্রিফিং প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে না রাতেও কাজ করে। সেটির প্রমাণ আপনারা দেখেছেন। আজকে সন্ধ্যার পর থেকে কঠোর অবস্থানে নামছে আইনশৃঙ্খলা বাহিনী।