লিলি ব্র্যান্ডের পণ্য নকলের কারণে ব্যবসায়ীকে জেল-জরিমানা
- নিজস্ব প্রতিবেদক
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691935_12.jpg)
কসমেটিকস, হোমকেয়ার ও স্কিনকেয়ার পণ্য উৎপানকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ব্রান্ড লিলির পণ্য নকল করে ধরা পড়লো অসাধু চক্র। দেশের জনপ্রিয় ব্র্যান্ড লিলির পণ্য নকল করতে গিয়ে কঠোর শাস্তি পেল চক্রটি।
শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরিচালিত মোবাইল কোর্ট জরিমানাসহ জেলদণ্ড দিয়েছে।
বিএসটিআই কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকার দনিয়ায় মাদরাসা রোডের মায়ের দোয়া কনজ্যুমার ইন্ডস্ট্রিজে বিএসটিআই-এর নির্বাহী মেজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। ওই প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমান লিলির পণ্য নকল করে বাজারজাত করছিলেন। এ সময় লিলি ছাড়া অন্য কিছু ব্রান্ডের পণ্যও উদ্ধার করেন বিএসটিআই কর্মকর্তারা। এ সময় কোনো ধরনের নথিপত্র দেখাতে না পারায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অসাধু ব্যবসায়ী মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা