২৮ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১, ২৭ রজব ১৪৪৬
`

চকবাজারে পলিথিন ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদফতরের পরিচালক গুরুতর আহত

রাজধানীর চকবাজারে পলিথিন ব্যবসায়ীদের হামলায় আহত পরিবেশ অধিদফতরের পরিচালক মুহাম্মদ শওকাত আলী - ছবি : নয়া দিগন্ত

রাজধানীর চকবাজারে অভিযান পরিচালনা করার সময় পলিথিন ব্যবসায়ীদের হামলায় পরিবেশ অধিদফতরের পরিচালক মুহাম্মদ শওকাত আলী গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, হামলায় তার মাথা ফেটে গেছে, নাকে ফ্রাকচার হয়েছে এবং রডের আঘাতে পা ভেঙে গেছে।

চকবাজারের হাজী শহীদুল ইসলাম বাবুল রোডে অবস্থিত পলিথিন কারখানায় অভিযান পরিচালনাকালীন কারখানার মালিক-শ্রমিক এবং পলিথিন ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের লোকজন এ হামলা করে বলে অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement