০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

বেনাপোলে কাস্টমসের অভিযানে অর্ধকোটি টাকা ভারতীয় পণ্য আটক

কাস্টমস কর্মকর্তাদের পেছনে আটক ভারতীয় পণ্য। - ছবি : নয়া দিগন্ত

যশোরের বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় মেডিক্যাল এবং সার্জিক্যাল আইটেমসহ বিভিন্ন পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যান আটক করেছে বেনাপোল কাস্টমস-এর বিশেষ ইউনিট ইনভেস্টিগেশন, রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট (আইআরএম) টিম।

গত ২ জানুয়ারি পণ্যবোঝাই ট্রাকটি আটক করলেও শনিবার (৪ জানুয়ারি) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন কাস্টমস হাউসের সহকারী কমিশনার আবু সালেহ আব্দুন নুর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস হাউসের দলটি স্থলবন্দর হতে লোড হয়ে আসা অবৈধভাবে আমদানিকৃত অর্ধকোটি টাকার পণ্যবোঝাই ট্রাকটি হাউসের চেকপোস্ট অতিক্রম করার আগেই জব্দ করে।

জানা গেছে, অবৈধ এই পণ্য চালানটি আটকে আবু সালেহ আব্দুন নুরের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন সহকারী রাজস্ব কর্মকর্তা তানভির আহমেদ, সহকারী রাজস্ব কর্মকর্তা ইমদাদ হোসেনসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আইআরএম সূত্রমতে, এই অবৈধ পণ্যের আমদানিকারক হলো ইউএস এন্টারপ্রাইজ, বেনাপোল, যশোর; রপ্তানিকারক হলো গীতা এন্টারপ্রাইজ, ভারত। পণ্যটি ছাড়করণের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স আলতাফ অ্যান্ড সন্স।

অবৈধভাবে আমদানিকৃত এ সকল পণ্যের তালিকায় রয়েছে বিভিন্ন ধরনের সার্জিক্যাল আইটেম, ওষুধ ও সানগ্লাস, যার বিল অব এন্ট্রি নম্বর ১১৪৭৬৪।

এ ব্যাপারে কাস্টমস আবু সালেহ আব্দুন নুর বলেন, আগে থেকে খবর পাওয়া যায় যে, বন্দরের ৩৫ নম্বর শেড থেকে কায়িক পরীক্ষা শেষে গেটপাস ছাড়াই ঘোষিত পণ্যের সাথে ঘোষণাবহির্ভূত মেডিক্যাল ইকুপমেন্ট, সানগ্লাস, সার্জিক্যাল গুডস ও বিভিন্ন ধরনের উন্নত মানের মেডিসিন-সহ পণ্যবোঝাই চালানটি কাস্টমস হাউসের চেকপোস্টে আসছে। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির পণ্যচালানটি কাস্টমস-বিজিবি যৌথ চেকপোস্ট অতিক্রম করার পূর্বেই কাস্টমস কর্মকর্তারা তৎপরতার সাথে গাড়িসহ আটক করেন।


আরো সংবাদ



premium cement
স্যাকমোদের ইতিহাস, অতীত থেকে বর্তমান : ডাক্তার হওয়ার স্বপ্ন কতটা যৌক্তিক? মিরপুরে মোটরসাইকেলের গ্যারেজে আগুন যুক্তরাজ্যের ব্যবসায়ীদের জ্বালানি ও প্রযুক্তিখাতে বিনিয়োগের আহ্বান অর্জিত বিজয় অর্থবহ করতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে : জামায়াত আমির বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আটক ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জোরাল অভিযানের সিদ্ধান্ত বিআইআইএফ’র হিউম্যান ক্যাপিট্যাল ফর ফিনান্সিয়াল শীর্ষক সেমিনার অনুষ্ঠিত সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে সব দলের জন্য ভালো হবে : চরমোনাই পীর ঢাকায় আসছেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের নতুন সংস্করণ চালু করল বিডা ফেনীতে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ

সকল