০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

ঢামেক সামনে থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ উদ্ধার

ঢাকা মেডিক্যাল হাসপাতালের ফটক। - ছবি : সংগৃহীত।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় একদিন বয়সী মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর একটার দিকে ঢামেক হাসপাতাল-২ নতুন ভবন মর্গ অফিসে পাশে পলিথিনের ভিতরে মোড়ানো অবস্থায় পড়ে ছিল লাশটি। হাসপাতালের কর্তৃপক্ষ পুলিশ ক্যাম্পে খবর দিলে ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুকসহ পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য ঢামেক মর্গে পাঠিয়ে দেন।

পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি জানান, আমরা নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজের মাধ্যমে খবর পাই। ময়নাতদন্তে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আরো সংবাদ



premium cement