২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
সাংবাদিকদের সাথে অসদাচরণ করে পালালেন পুলিশ

প্রেস ক্লাবের সামনে এক ব্যক্তির আত্মহত্যার চেষ্টা

মশিউর রহমান বাবু। - ছবি : নয়া দিগন্ত

জাতীয় প্রেস ক্লাবের সামনে মশিউর রহমান বাবু নামের এক ব্যক্তি নিজের গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঋণ দিতে ব্যর্থতা ও মামলার কারণে এমনটি করছেন বলে দাবি করেন তিনি।

এ দিকে সাংবাদিকরা তাকে এর থেকে বিরত করে তার কাছে এই কর্মকাণ্ডের কারণ জানতে চাইলে প্রেস ক্লাব এলাকায় দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ এসে সাংবাদিকসহ উপস্থিত সবার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এক পর্যায়ে সাংবাদিক ও সাধারণ মানুষের জেরার মুখে ওই পুলিশ কর্মকর্তা দৌঁড়ে পালিয়ে যান। আজ বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাওমি মাদরাসার শিক্ষার্থীদের এক মানববন্ধন শুরু হয়। মানববন্ধনটি শেষ হয় বিকেল তিনটা নাগাদ। তারা থাকা অবস্থায় প্রেস ক্লাবের আউট গেটের সামনে পুলিশ বক্সের কোনায় মশিউর রহমান বাবু নামের এক ব্যক্তি নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরাবার চেষ্টা করে। এ সময় ওই শিক্ষার্থীরা ও উপস্থিত সাংবাদিকরা তাকে এর থেকে বিরত করেন।

এ সময় প্রেস ক্লাবের সামনে মশিউর রহমানকে ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি বেড়ে যায়। সাংবাদিকরা তার কাছে তার পরিচয় ও আত্মহত্যার কারন জানতে চায়। মশিউর জানান তার বাড়ি সাতক্ষীরা। তিনি বলেন, এর আগে আমি বউ বাচ্চা নিয়ে তিনদিন ছিলাম প্রেস ক্লাবের সামনে।

আত্মহত্যা করার কারণ জানিয়ে তিনি বলেন, আমি আমার গ্রামের বাড়িতে কসমেটিকসের ব্যবসা করি, আমার দোকান আছে। এ ব্যবসা করতে যেয়ে আমি বিভিন্ন এনজিওর থেকে সাত থেকে সাড়ে সাত লাখ টাকা লোন নিয়েছি। লোন শোধ করতে না পারায় আমি মামলা মোকাদ্দমায় হয়রান হয়ে যাচ্ছি। এই কারণেই আমার এই সিদ্ধান্ত নেয়।

মশিউরের সাথে কথা বলার এই পর্যায়ে এসআই ফয়সাল আহমেদ এসে উপস্থিত হয়ে সবার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করেন। তিনি সবাইকে স্থান ত্যাগ করতে বলেন। এ সময় সাংবাদিকরা তাকে বলেন প্রেস ক্লাবের সামনে সাংবাদিকরা তাদের কাজ করছেন কোনো বিশৃঙ্খলা তারা করছেন না। কিন্তু ওই পুলিশ কর্মকর্তা কারো কথা না শুনেই সবার সাথে খারাপ ব্যবহার শুরু করেন। এ সময় তিনি এক রিকশা চালককে লাথি দিয়ে রাস্তায় ফেলে দেন। এমন পর্যায়ে সাংবাদিকরা তাকে পাল্টা জিজ্ঞাসা করেন তিনি কেন কোনো বিশৃঙ্খলা না হওয়া সত্ত্বেও এমন আচরণ করছেন। তিনি কোনো উত্তর না দিয়ে সবার সাথে উচ্চস্বরে কথা বলতে থাকেন। এসময় সাধারণ মানুষও সাংবাদিকদের সাথে একত্রিতভাবে জড়ো হয়ে পুলিশ কর্মকর্তাকে ঘিরে ধরেন। পরবর্তীতে সবার সাথে বাকযুদ্ধ চলতে থাকে ওই পুলিশ কর্মকর্তার। এক পর্যায়ে সাধারণ মানুষের ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখে সচিবালয়ের দিকে দৌঁড়ে পালান পুলিশ কর্মকর্তা। পরে তিনি সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশ কর্মকর্তার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, প্রেস ক্লাবের দায়িত্বে যিনি থাকেন তিনি ছুটিতে যাওয়াতে আজকে এই সমস্যা হয়েছে। উনি থাকলে এ সমস্যায় পড়তে হতো না। তিনি আরো বলেন, আমরা অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিষয়ে তদন্ত করে যে ব্যবস্থা নেয়া যায় সেটাই আমরা নিবো।


আরো সংবাদ



premium cement
আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট

সকল