২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

কেরানীগঞ্জে খেলনা পিস্তল নিয়ে ব্যাংকে ঢুকেছিল ডাকাতরা

উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য সামগ্রী - ছবি : সংগৃহীত

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে খেলনা পিস্তল নিয়ে ডাকাতির চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিন ডাকাত আত্মসমর্পণ করেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেয়া হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া চারটি পিস্তল আসল নয়, খেলনা বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব আল হাসান বলেন, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চারটি খেলনা পিস্তল ও দুটি চাকু।

আটক হওয়া ডাকাতরা হলেন শরাফত, শিফাত ও নিরব।

পরে রাতে কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, ওই তিনজনের একজনের বয়স ২২, অন্য দুজনের বয়স ১৬।

তিনি বলেন, ‌‘ডাকাতরা মুভি দেখে এমন একটি অ্যাডভেঞ্চার হিসেবে ডাকাতি করতে আসে বলে আমাদের কাছে মনে হয়েছে। যদিও তারা আমাদের কাছে বলেছে, মৃত্যুপথযাত্রী একজন কিডনি রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতি করতে আসে তারা।’

‘তবে তারা যে রোগীর ঠিকানা দিয়েছেন সেটি যাচাই-বাছাই চলছে। আদৌ সত্য কি না তা পুলিশ খতিয়ে দেখছে,’ বলেন এসপি।

পুলিশ সুপার আরো বলেন, ‘তাদের অপরাধী বলা যায় না। তারা হয়তো মিস গাইডেড।’


আরো সংবাদ



premium cement