২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

মৃত্যুপথযাত্রী রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতির চেষ্টা! ৩ জনের ২ জনই কিশোর

ডাকাতি করতে এসে আটক তিনজন - ছবি : সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় যে ডাকাতি করতে আসে আটক তিনজনের মধ্যে দুজন কিশোর এবং অপরজন তরুণ বয়সী। তাদের দাবি, মৃত্যুপথযাত্রী একজন রোগীকে (কিডনি সমস্যায় অসুস্থ) বাঁচাতে ব্যাংকে ডাকাতি করতে আসে তারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানায় আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।

তিনি জানান, ওই তিনজনের একজনের বয়স ২২, অন্য দুজনের বয়স ১৬।

তিনি বলেন, ‌‘ডাকাতরা মুভি দেখে এমন একটি অ্যাডভেঞ্চার হিসেবে ডাকাতি করতে আসে বলে আমাদের কাছে মনে হয়েছে। যদিও তারা আমাদের কাছে বলেছে, মৃত্যুপথযাত্রী একজন কিডনি রোগীকে বাঁচাতে ব্যাংকে ডাকাতি করতে আসে তারা।’

‘তবে তারা যে রোগীর ঠিকানা দিয়েছেন সেটি যাচাই-বাছাই চলছে। আদৌ সত্য কি না তা পুলিশ খতিয়ে দেখছে,’ বলেন এসপি।

পুলিশ সুপার আরো বলেন, ‘তাদের অপরাধী বলা যায় না। তারা হয়তো মিস গাইডেড। তারা অ্যাডভেঞ্চার হিসেবে হয়তো এই ডাকাতি করতে আসেন। মুভি দেখে এমন একটি অ্যাডভেঞ্চার হিসেবে ডাকাতি করতে এসেছিল বলে আমাদের কাছে মনে হয়েছে।’

অভিযানের বিষয়ে এসপি আহম্মদ মুঈদ বলেন, ‘ঘটনার শুরু থেকেই আইজিপি স্যার লাইভে এসে আমাদের নির্দেশনা দিয়েছেন। তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন কোনো হতাহতের ঘটনা ছাড়া যেন অভিযান শেষ হয়। এ জন্য ডাকাতদের সাথে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি। ডাকাতদের আইজিপি স্যারের সাথেও কথা বলিয়ে দেয়া হয়েছিল।’

আটক তিন ডাকাত ছাড়া বাইরে তাদের কোনো সদস্য ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের তিনজন ছাড়া বাইরে কেউ ছিল না। তবে তারা প্রাথমিকভাবে আমাদের বলেছিল বাইরে তাদের লোক আছে। তারা পুলিশকে ভয় দেখানোর জন্যই এটা বলেছিল।’

জানা যায়, ডাকাতরা দুপুর ২টার দিকে ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েক শ’ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে ডাকাতরা গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের পণবন্দী করে।

পরিস্থিতি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ডাকাতদের ব্যাংকের ভিতরে তালাবদ্ধ করে জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ যোগাযোগ করেন।


আরো সংবাদ



premium cement